ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স লীগের সর্বকালের সেরা...

প্রকাশিত: ০৫:২০, ৬ জুন ২০১৫

চ্যাম্পিয়ন্স লীগের সর্বকালের সেরা...

স্পোর্টস রিপোর্টার ॥ আজ বার্সিলোনা-জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এরআগেই এ লীগের সর্বকালের সেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লীগের অন্যতম স্পন্সর মাস্টার কার্ডের আয়োজনে করা ভোটে টুর্নামেন্টটির সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার আয়োজন করা এই ভোটে অংশ নেয় ইউরোপের ফুটবল ভক্তরা। এ ক্ষেত্রে মেসি পেছনে ফেলেছেন জিনেদিন জিদান ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মেসি ২৭ শতাংশ ভোট পেয়ে সেরা নির্বাচিত হন। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকা দ্বিতীয় স্থানে থাকা জিদান পান ১২ শতাংশ ভোট। ফরাসি কিংবদন্তি জিদানের ঠিক পরেই আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান তারকা রোনালদো। ১১ শতাংশ ভোট পান পর্তুগালের অধিনায়ক। এরপর আছেন যথাক্রমে ব্রাজিলের রোনালদো ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহ্যাম। এদিকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ইতালির সাবেক ফুটবলার ডেল পিয়েরো। তার মতে, ‘মেসি অসাধারণ ও নাম্বার ওয়ান ফুটবলার।’ জুভেন্টাসের সাবেক গ্রেট এ্যালেসান্দো ডেল পিয়েরো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের আগে মেসিকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন। বলেছেন, ‘মেসি প্রতিভাবান, চৌকস ও অনন্য ফুটবলার। এক বাক্যে বললে মেসি নাম্বার ওয়ান। আমরা ভাগ্যবান, জীবদ্দশায় মেসির মতো ফুটবলারের খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছি।’ চলতি মৌসুমে বার্সিলোনার হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলে এখন অবধি ৫৮টি গোল করেছেন ২৭ বছর বয়সী বাঁ পায়ের ফুটবল শিল্পী মেসি। এ ফুটবল জাদুকর ফাইনালে থাকায় বার্সিলোনাই যে এগিয়ে থাকছে, তা বলেছেন সাবেক বার্সিলোনার তারকা ফুটবলার ব্রাজিলের রোনালদিনহো। আজ দুটি দলের সামনেই আছে ‘ট্রেবল’ জয়ের হাতছানি। এ ম্যাচ সামনে রেখে টুইটারে বৃহস্পতিবার রোনালদিনহো নিজের একান্ত চাওয়াটা জানান, ‘আশা করি, বার্সিলোনা তাদের পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারবে।’ সঙ্গে যোগ করেন, ‘বার্সা সবসময় আমার হৃদয়েই থাকবে।’ শুধু রোনালদিনহোই নন, মেসি বার্লিনের ফাইনালে আছেন বলে বেশিরভাগ বিশেজ্ঞদের মতে বার্লিন ফাইনালে বার্সিলোনাই জিতবে।
×