ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএমপির ১৭ পদে রদবদল

প্রকাশিত: ০৫:১৮, ৬ জুন ২০১৫

ডিএমপির ১৭ পদে রদবদল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও যুগ্ম-কশিনার ও উপ-কমিশনারের (ডিসি) ১৭ পদে রদবদল করা হয়েছে। শুক্রবার বিকেলে ডিএমপির ভারপ্রাপ্ত উপ-কমিশনার (ডিসি মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে বৃহস্পতিবার পুলিশের সারাদেশের ৫৯ জনকে পদোন্নতি ও রদবদল করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী বিপিএম, পিপিএমকে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স এ্যান্ড প্রকিউরমেন্ট), যুগ্ম-পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএমকে যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন), যুগ্ম-পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস) এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম-পুলিশ কমিশনার (পিওএম), যুগ্ম-পুলিশ কমিশনার মীর রেজাউল আলম বিপিএমকে যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন), যুগ্ম-পুলিশ কমিশনার মুসলেহ উদ্দিন আহমেদকে যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স), যুগ্ম-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) উপ-পুলিশ কমিশনার মোঃ কাইয়ুমুজ্জামান খানকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ), মোঃ আব্দুল কুদ্দুস উপ-পুলিশ কমিশনারকে (ট্রাফিক উত্তর) উপ-পুলিশ কমিশনার (পরিবহন), উপ-পুলিশ কমিশনার মোঃ আবুল ফয়েজকে উপ-পুলিশ কমিশনার (ইএ্যান্ডডি), উপ-পুলিশ কমিশনার টুটুল চক্রবর্তীকে উপ-পুলিশ কমিশনার (প্রফেশনাল স্ট্যান্ডার্ড এ্যান্ড ইন্টানাল ইনভেস্টিগেশন), উপ-পুলিশ কমিশনার বিধান ত্রিপুরা পিপিএমকে (সেবা) উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর), উপ-পুলিশ কমিশনার ড. এইচ এম কামরুজ্জামানকে উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন), উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ), উপ-পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন পিপিএমকে উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ), ডিএমপি ঢাকায় বদলি করা হয়েছে।
×