ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কথাশিল্পী নীহাররঞ্জন গুপ্তের জন্মবার্ষিকী আজ

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৪:১৬, ৬ জুন ২০১৫

সংক্ষিপ্ত সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৫ জুন ॥ বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী ড. নীহাররঞ্জন গুপ্তের ১০৪তম জন্মবার্ষিকী শনিবার। জনপ্রিয় উপন্যাসিক নীহাররঞ্জন গুপ্ত ১৯১১ সালের ৬ জুন পিতা সত্যরঞ্জন গুপ্তের কর্মস্থল কলকাতায় জন্মগ্রহণ করেন। চিকিৎসক হিসেবে কর্মচঞ্চল জীবন-যাপনের মধ্যেও নীহার রঞ্জন রেখে গেছেন অসংখ্য সাহিত্যধর্মী সৃষ্টি, যা আপন সত্তায় ভাস্কর। নীহাররঞ্জন গুপ্ত ১৯৮৬ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এলাকাবাসীর দাবি তার জন্মদিনটি তার গ্রামের বাড়িতে সরকারীভাবে পালন করা হোক। বাংলা সাহিত্যের অমর এই কথাশিল্পীর পৈত্রিক বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে। বরিশাল ব্লাস্টের অফিসে ভয়াবহ অগ্নিকা- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর জজ কোর্ট চত্বরের বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বরিশাল ইউনিট অফিসে শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন জানান, কোর্ট কম্পাউন্ডের পুরানো দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় ব্লাস্টের অফিস। শুক্রবার সরকারী ছুটির দিনে অফিসটি বন্ধ ছিল। দুপুর একটার দিকে পার্শ¦বর্তী লোকজন ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখে। টাঙ্গাইল ভাসানী বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনিশ্চিত, শিক্ষার্থীরা বিপাকে নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ জুন ॥ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ বিভাগের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা গ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বার বার সভা করেও কর্তৃপক্ষ কোন সিদ্ধান্তে উপনীত হতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, জুনের প্রথম সপ্তাহে ১৪ বিভাগের দ্বিতীয় সেমিস্টারের সব পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৩ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এএসকে মোশারফ ও মনি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অপরাধ তত্ত্ব ও বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র আবু সাদাত খালেদ মোশারফ (২৪) নিহত হন। ওই ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। চট্টগ্রামে ৩ হিযবুত তাহ্রীর সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ খুলশী এলাকায় পোস্টার লাগানোর সময় পুলিশের হাতে ধরা পড়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের ৩ সদস্য। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ ইশতিয়াক (২৫), আবদুল আউয়াল (২২) ও আহমদ আলী রিয়াদ (২৫)। তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের পোস্টার ও কাগজপত্র উদ্ধার করা হয়। প্রাইম ইউনিভার্সিটি উপাচার্য আবদুস সোবহানের যোগদান ১ জুন প্রাইম ইউনিভার্সিটিতে প্রফেসর ড. এম. আব্দুস সোবহান ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন। প্রফেসর সোবহান প্রাইম ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ছিলেন। বিগত ১৬ এপ্রিল ১৯৯৭ থেকে ১৫ এপ্রিল ২০০২ পর্যন্ত তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ছিলেন। -বিজ্ঞপ্তি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে চিঠি ॥ আটক এক স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ জেলায় জলবায়ু প্রকল্পসংক্রান্ত জরিপ কাজ পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জাল স্বাক্ষরিত দুটি ভুয়া চিঠির অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন জেলা প্রশাসক। আটককৃত ব্যক্তির নাম ওমর ফারুক (৪০)। পিতার নাম- মৃত সফিকুর রহমান। বাড়ি- পঞ্চগড় শহরের ইসলামবাগ মহল্লায়। এ ব্যাপারে পঞ্চগড় থানায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিঠি দুটি ভুয়া বলে ওই ব্যক্তি স্বীকার করেছে। পরিবেশ সংরক্ষণে সম্মাননা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তালবাড়ীয়া গ্রামের গৃহিণী ময়না রানী ম-ল (৫৫)। পরিবেশবান্ধব চুলা সম্প্রসারণ করে কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখায় তিনি এই সম্মানার জন্য নির্বাচিত হন। শুক্রবার খুলনা অফিসার্স ক্লাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও পরিবেশ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামালের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ময়না রানী ম-লের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। মৎস্য উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ জুন ॥ লক্ষ্মীপুরে জাটকা আহরণ থেকে বিরত থাকা দু’শ জেলের বিকল্প কর্মসংস্থানের জন্য ২০ লাখ টাকার মৎস্য উপকরণ বিতরণ করেছে মৎস্য বিভাগ। শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে স্থানীয় মজু চৌধুরীর হাট এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা আলেকউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগ, কুমিল্লার উপ-পরিচালক ড. এ কে এম আমিনুল হক। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাফিজ উল্যাহ প্রমুখ। রাবিতে প্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘ম্যাটেরিয়ালস, ইলেক্ট্রনিক্স এ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং (এমইআইই)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন রাবি উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মোঃ ইসমাইলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর রফিকুল আলম বেগ ও রাবির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ৮টি দেশের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশলীরা অংশ নিচ্ছেন। আশুলিয়ায় প্রতিবন্ধী নারীকে পাশবিক নির্যাতন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ জুন ॥ আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় এক প্রতিবন্ধী নারীকে পাশবিক নির্যাতনের অভিযোগে মিলন চন্দ্র দাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মিলন চন্দ্র দাস জামালপুর জেলার ইসলামপুর থানাধীন কালামপুর গ্রামের মৃত সরোজ চন্দ্র দাসের ছেলে। তিস্তার পানি চুক্তি দাবিতে রংপুরে নানা কর্মসূচী স্টাফ রিপোর্টার, রংপুর ॥ তিস্তার পানির ন্যায্য হিস্যা ও পানি চুক্তিসহ ৬ দফা দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি রংপুর জেলা শাখা। ৬ দফা এই দাবি আদায়ে আগামী ৩০ জুন রংপুর বিভাগীয় কনভেনশন আহ্বান করেছে দলটি। একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বাসদ মাকর্সবাদী। সকালে ওয়ার্কার্স পার্টি তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। দলের জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট নদী বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম হাক্কানী তার লিখিত বক্তব্যে জানান, তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এই নদীর পানির অধিকারের অববাহিকার সব দেশের, অববাহিকার সব অঞ্চলের মানুষের। বাহের দ্যাশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে তিস্তা নদীর ভূমিকা অপরিসীম। জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (পাস) ভর্তির মেধা তালিকা ৮ জুন নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৫ জুন ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও প্রফেশনাল ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ৮ জুন প্রকাশ করা হবে। ঝগঝ-এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে ১ম বর্ষ স্নাতক (পাস)-এর ক্ষেত্রে (ঘট<ংঢ়ধপব>অঞউএ<ংঢ়ধপব>জড়ষষ ঘড় এবং প্রফেশনালের জন্য (ঘট<ংঢ়ধপব>অঞঐচ<ংঢ়ধপব>জড়ষষ ঘড় লিখে ১৬২২২ নম্বরে মেসেজ ঝবহফ করলে ফল জানা যাবে এবং রাত ৯ টায় ওয়েব সাইট অথবা .হঁ.বফঁ.নফ থেকে ফল পাওয়া যাবে। অনার্স পরীক্ষার পুনর্নির্ধারিত সূচী সেশনজট নিরসনে জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী ভর্তি, ক্লাস, পরীক্ষা এবং ফল প্রকাশ করা হচ্ছে। সে অনুযায়ী সম্প্রতি ৩য় বর্ষ অনার্স/২০১৩ এবং ৪র্থ বর্ষ অনার্স/২০১৩ পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়। ঘোষিত ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচী সম্পর্কে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রতিয়মান হয় যে, ৪র্থ বর্ষের যেসব পরীক্ষার্থী ৩য় বর্ষের মান উন্নয়ন পরীক্ষায় অংশ নেবে তাদের কয়েকটি পরীক্ষা বিরতি ছাড়াই দিতে হবে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ২০১৩ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা ২৫ জুনের পরিবর্তে ১১ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। করিমগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ জুন ॥ করিমগঞ্জে শুক্রবার পুকুরের পানিতে ডুবে তুলি (৮) নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে করিমগঞ্জ পৌরসভার নয়াকান্দি গ্রামের লিটন মিয়ার কন্যা ও নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, তুলি সকালে বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। রাজবাড়ীতে অস্ত্রসহ মহিলা ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৫ জুন ॥ বৃহস্পতিবার গভীর রাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রাম থেকে ২টি ওয়ান শুটারগান, ৪টি কাতুজ, ২টি রামদা এবং একটি বড় চাপাতিসহ এক মহিলা ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মহিলা ডাকাতের নাম ফরিদা বেগম (৩০)। সে রুপিয়াট গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ জুন ॥ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে আখ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার নাম রবিউল ইসলাম (৩৮)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আবু বকরের ছেলে। টঙ্গীতে যুবলীগে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৫ জুন ॥ শুক্রবার দুপুরে টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ, সড়ক অবরোধ, গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৭জন আহত হয়েছে। আহতরা হলো-সিএনজি চালক সাহাজ উদ্দিন সাজু (৩৫), রাসেল মিয়া (৩০), মামুন শেখ (৩২), কামাল হোসেন (৩৬), বিল্লাল হোসেন (২৮), মোজাম্মেল হোসেন (৩১) ও দুলাল মিয়া (৩৭)। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ জুন ॥ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে শুক্রবার ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা মহিলা বিষয়ক অধিদফতর ও এডিবি ওয়ার্ল্ড ভিশন। এ উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদফতর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। এডিবি ওয়ার্ল্ড ভিশনের পরিচালক লিউবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিশুদের অধিকার বিষয়ে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা জবেদ আলী। দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৫ জুন ॥ সুনামগঞ্জে দুই দিনব্যাপী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট’র উদ্যোগে ও কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি) আয়োজিত সাংবাদিকদের নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন-অভিযোজন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় সমাপনী অনুষ্ঠানে জেলায় কর্মরত ৩৬ সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। স্থানীয় সার্কিট হাউসে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ঈশ্বরদীতে নকল সিগারেটসহ আটক ৮ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ব্রিটিস টোব্যাকো কোম্পানীর নামে দিয়ে কারখানায় সিগারেট তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে বৃহস্পতিবার রাতে পুলিশ আট ব্যক্তিকে ১ কোটি ৫২ লাখ টাকা সমমূল্যের নকল সিগারেটসহ আটক করেছে। এরা হলোÑ রফিকুল ইসলাম লাবলু, সঞ্জয় খান, রকিবুল ইসলাম, ভেড়ামারার সাহেব নগর এলাকার মৃত আশরাফুলের ছেলে সোহেল, শামিম, বরকত আলী, পিন্টু ও আলম। প্রযুক্তি উৎসবে চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চতুর্থ জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব-২০১৫ তে ‘প্রজেক্ট শো- কেসিং’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের তৈরি প্রকল্প ‘অনলাইন এক্সাম ম্যানেজমেন্ট উইথ লাইভ রেজাল্ট।’ প্রকল্পটির আইডিয়া এক্সিকিউশন এবং প্রেজেন্টেশনে মুগ্ধ হয়ে বিচারকগণ প্রকল্পটিকে এই বিভাগের সেরা হিসেবে নির্বাচিত করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজিত হয়েছিল।Ñ বিজ্ঞপ্তি মাইলস্টোন কলেজে মাসব্যাপী দেয়ালিকা উৎসব রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে শুরু হয়েছে মাসব্যাপী দেয়ালিকা উৎসব। নান্দনিক এই দেয়ালিকা উৎসবে মাইলস্টোন কলেজে অধ্যায়নরত নবম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে লেখা শতাধিক পত্রিকা স্থান পেয়েছে। গত ৩১ মে মাইলস্টোন কলেজের কেন্দ্রীয় হলে আয়োজিত মাসব্যাপী উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা শাখার উপাধ্যক্ষ মেজর শেখ শাহাবুদ্দিন (অব), মাইলস্টোন কলেজের পরিচালক মাসুদ আলম এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।Ñ বিজ্ঞপ্তি বান্দরবানে ৪ হত্যাকা- জড়িত অভিযোগে যুবক আটক নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৫ জুন ॥ বান্দরবান পার্বত্য জেলার কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার একটি খামার বাড়িতে একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করার অভিযোগে আব্দুল মোনাফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনিতে শুক্রবার সকালে মোনাফকে গ্রেফতার করে তারা। কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার গত ২৮ মে রাতে খামার বাড়িতে সামিরা বেগম, তার পুত্র সৈয়দ নুর এবং আমিন, তার পুত্র জুনায়েদ চার মিয়ানমারের রোহিঙ্গাকে জবাই করে হত্যা করা হয়।
×