ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্ত জীবনের স্বপ্ন দেখছেন ছিটমহলবাসী

প্রকাশিত: ০৪:১৪, ৬ জুন ২০১৫

 মুক্ত জীবনের  স্বপ্ন দেখছেন ছিটমহলবাসী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে দ্রুত ছিটমহল বিনিময়ের আশার আলো দেখছেন ছিটমহলবাসী। ৬৮ বছরের বন্দী জীবনের অবসান ঘটিয়ে মুক্ত জীবনের স্বাদ পেতে দু’দেশের প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছেন তারা। তাদের দাবি শুধু বিল পাস নয়, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে দ্বি-পাক্ষিক আলোচনায় দ্রুত এর বাস্তবায়ন করবে। গত ৫ মে ভারতের মন্ত্রী সভায় অনুমোদন, ৬ মে রাজ্যসভা ও ৭ মে লোকসভায় স্থল সীমান্ত বিলটি পাস করে ভারত সরকার। বিলটি পাসের খবরে আনন্দে ভাসতে থাকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ও ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের ৫২ হাজার মানুষ। ভারতের পার্লামেন্টে বিল পাসের একমাসের মাথায় ৬ জুন দু’দিনে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে করে দ্রুততম সময়ের মধ্যে ছিটমহল বিনিময়ের স্বপ্ন দেখছেন দু’দেশের ১৬২টি ছিটমহলের মানুষ। তারা আশা করছেন নরেন্দ্র মোদির সফরের মধ্যদিয়ে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে ছিটমহল বিনিময় করা হবে। পাশাপাশি দীর্ঘ জীবনের দুঃখ-দুর্দশা ঘোচাতে ছিটমহলের উন্নয়নে ভারত সরকারের নিকট প্যাকেজ প্রোগ্রাম ঘোষণার দাবি জানান তারা। এতে করে তারা ফিরে পাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বস্ত্রসহ সকল মৌলিক অধিকারগুলো।
×