ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় শতাধিক স্থাপনা বিলীনের আশঙ্কা

প্রকাশিত: ০৪:১২, ৬ জুন ২০১৫

নওগাঁয় শতাধিক স্থাপনা বিলীনের আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, ডাকের টাকা জমা দেয়া হয়েছে। ভ্যাট ও আয়কর এখনও পরিশোধ করা হয়নি। এ কারণে বুঝে পাননি সরকারী দখল। এরপরও প্রায় দুই মাস ধরে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন কামাল হোসেন নামে এক ঠিকাদার। ইতোমধ্যে এ সময়ে তিনি ৫টি মৌজায় ২৫টি ড্রেজার ব্যবহার করে ২০ লক্ষাধিক টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন। এভাবে দখল বুঝে না নিয়ে অন্তত ৬ মাস অবৈধভাবে বালু উত্তোলনের কৌশল নিয়েছেন ঠিকাদার কামাল হোসেন। স্থানীয়দের অভিযোগ, উপজেলার কালিকাপুর বাজার রক্ষা মেট্রোসিংয়ের মাত্র ৫ গজ দূরে দুটি ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন তিনি।
×