ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঘাটায় ১০ গ্রামে তীব্র নদী ভাঙ্গন

প্রকাশিত: ০৪:১১, ৬ জুন ২০১৫

সাঘাটায় ১০ গ্রামে তীব্র নদী ভাঙ্গন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ জুন ॥ যমুনা নদীর আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় সাঘাটা উপজেলার ১০টি গ্রামে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। গত দু’ সপ্তাহে দুই শ’ পরিবারের বসতভিটা ও আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের আতঙ্কে রয়েছে আরও সাঘাটা ইউনিয়নের গোবিন্দী গ্রাম থেকে হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রাম পর্যন্ত ১ হাজার ২শ’ পরিবারের মধ্যে এখন ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, উপজেলার সাঘাটা ইউনিয়নের গোবিন্দী, বাঁশহাটা, মুন্সিরহাট, সাথালিয়া, উত্তর সাথালিয়া, কামারপাড়াসহ ১০টি গ্রামে গত পনেরো দিনে দুইশত পরিবারের বসতভিটা ও আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া গোবিন্দী গ্রামের ঈদগাহ মাঠ, একটি মসজিদ, একটি গুচ্ছগ্রাম, সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী ভরতখালী গো-হাট, কালীমন্দির, এসকেএস ফাউন্ডেশন সংস্থাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এখন ভাঙ্গনকবলিত। শুধু সাঘাটা ইউনিয়নই নয়, একই উপজেলার পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের গ্রামজুড়েই এখন চলছে তীব্র নদী ভাঙ্গন। জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে এসব স্থাপনা নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা করছে অভিজ্ঞমহল।
×