ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাগতম ॥ [৬ জুন ২১৫ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর উপলক্ষে]

কবিতা

প্রকাশিত: ০৪:০৫, ৬ জুন ২০১৫

কবিতা

এসো বন্ধু ভারতের তপোবন থেকে সর্বাঙ্গে শান্তির পদ্মরেণু মেখে- হে তাপস, সত্যসন্ধ, হে রাজেন্দ্র ঋষি শোনাও শান্তির বাণী মিলন-পিয়াসী। ভুল তো হয়ে গেছে ঢের বিভেদের, স্বার্থের, লালসার রাঙা লালা ঝরেছে অঢেল- সিন্ধু-গঙ্গা-ভাগীরথে দূষণ প্রবল পূজা ও অজুর পানি কোথা পাবো বলো যদি শুদ্ধ না করি এ জল। মিলন-পিয়াসী যারা সন্ধি খোঁজে আজানে-উলুতে ঐক্য দেখে ‘ওঁ’ আর ‘আলিফে’ তাদের জন্য তুমি হও আশীর্বাদ। মিটিয়েছ ছিটমহলের মানুষের হৃদয়ের সাধ যুগান্তের বেদনার হলো অবসান। ঘুচাও নদীর কান্না, বনের বিলাপ ফিরে পাক এই ভূমি নব কলতান। ভাগ হয় নদ-নদী, দেশের সীমানা কে বলেছে ভাগ হয় স্রোতধারা, মা? অর্থনীতি পাল্টে দাও, রাজনীতি পাল্টে দাও পাল্টে দাও ভূ-ভারতে হীন মূল্যবোধ আর নয় ভ্রাতৃদ্বন্দ্ব, মূঢ় প্রতিশোধ। আনো বন্ধু, প্রেম আনো, জাহ্নবী-যমুনার করুণার ধারা তুমি বন্ধু একা নও আমরাও আছি পাশে- শান্তির প্রহরা। ভারতের নেই পরাজয় দেখেছি ধ্রুবের জ্যোতি তোমার ও-মুখে দক্ষিণ এশিয়ার তুমি বরাভয়। হে রাজর্ষি, তোমাতেই স্থান পাক শ্রীচৈতন্য, নানক ও কবির- মানবমিলনমার্গে তুমি হও সকলের বরণীয় বীর। ভাগ হয়ে গেছে ভূমি, সেই ব্যথা ভুলি না তিলেক কাছে এসো, এসো ভাই, করি হ্যান্ডসেক। লেখক : সচিব, রাষ্ট্রপতির কার্যালয়
×