ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুত বিতরণ ব্যবস্থা উন্নয়নে ঋণ

প্রকাশিত: ০৩:৫৫, ৬ জুন ২০১৫

বিদ্যুত বিতরণ ব্যবস্থা উন্নয়নে ঋণ

বিদ্যুত বিতরণ ব্যবস্থা উন্নয়নে সহাযোগিতা দিচ্ছে ফ্রান্স। পাওয়ার সিস্টেম এক্সপানশন এ্যান্ড ইফেশিয়েন্সি ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় এ সহযোগিতা দিচ্ছে দেশটি। এ বিষয়ে ফ্রান্সের সহযোগিতা সংস্থা এএফডির সঙ্গে ঋণচুক্তি হয়েছে। সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে ৮৪৮ কোটি ১৪ লাখ টাকার ঋণচুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এএফডি-এর প্যাসকেল প্যাকাউট। কনস্ট্রাকশন অব নিউ ১৩২/৩৩ এ্যান্ড ৩৩/১১ কেভি সাবস্টেশন আন্ডার ডিপিডিসি শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ ঋণ ব্যবহার করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এরমধ্যে এএফডির ঋণ ছাড়াও ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ সহযোগিতা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×