ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মূসক আইন বাস্তবায়ন সেমিনার

প্রকাশিত: ০৩:৫৪, ৬ জুন ২০১৫

মূসক আইন বাস্তবায়ন  সেমিনার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়নে করদাতাদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর একটি কনফারেন্স সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দেশব্যাপী করদাতাদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী ওই সেমিনার আয়োজন করে। এতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের মূসকদাতারা অংশ নেন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেনÑ রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসেন ও শওকত আলী সাদী।
×