ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩২৯০ প্রকল্পের কাজ শুরু

প্রকাশিত: ০৩:৫৪, ৬ জুন ২০১৫

৩২৯০ প্রকল্পের কাজ শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চলতি অর্থবছরের শেষ সময়ে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে ৬ কোটি ৫৮ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে ৩ হাজার ২৯০টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাম্মাদুল বাকী জানান, মে মাসে জেলার ৬টি সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্যদের প্রত্যেকের সংসদীয় এলাকায় ৬০ লাখ টাকা করে মোট সাড়ে ৩ কোটি টাকা এবং ১৩টি উপজেলার চেয়ারম্যানদের মাধ্যমে ৩ কোটি ৮ লাখ ২ হাজার ৭৫৭ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দপ্রাপ্ত ৬ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭৫৭ টাকা ব্যয়ে ৩ হাজার ২৯০টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। সর্বনিম্ন ২০ হাজার টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করা হয়। আগামী ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছেÑ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর (টিআর) আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তাঘাট মেরামত, ভরাট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও হাটবাজারের সংস্কার এবং মাটি ভরাটের কাজ করা হবে।
×