ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজেটে সুখবর নেই ॥ আমির খসরু

প্রকাশিত: ০৮:২৫, ৫ জুন ২০১৫

বাজেটে সুখবর নেই ॥ আমির খসরু

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের সুখবর নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাজেট সম্পর্কে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া প্রদান করেন। আমির খসরু বলেন, এ বাজেট ধনীদের বাজেট। এতে গরিবের ভাগ্যের কোন উন্নয়ন হবে না। এ বাজেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাবে। তাই এ বাজেটের প্রভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এ বাজেটের কারণে জনসাধারণ উপকৃত হবে না। এ ছাড়া যে লক্ষ্যমাত্রা নিয়ে বাজেট দেয়া হচ্ছে, সরকার সে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না। আমির খসরু বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনও প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। এত বছর পরে এসে এবার প্রস্তাবিত বাজেটেও প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ। তিনি বলেন, বিএনপি যে অবস্থায় প্রবৃদ্ধির হার রেখে এসেছে এখনও সে অবস্থায়ই রয়ে গেছে। এতে প্রমাণ হয়, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারেনি। আর না পারার কারণ দুর্নীতি ও অব্যবস্থাপনা।
×