ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাইনাল নিয়ে মেসির ভাবনা

প্রকাশিত: ০৬:৪০, ৫ জুন ২০১৫

ফাইনাল নিয়ে মেসির ভাবনা

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ হবে শনিবার। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সিলোনা ও ইতালিয়ান সেরা জুভেন্টাস। চূড়ান্ত এই মহারণ নিয়ে ইতোমধ্যে চলছে কথার প্রতিযোগিতা। ফাইনাল নিয়ে নিজের মতামত রেখেছেন বার্সা তারকা লিওনেল মেসিও। এবারের মৌসুমে রীতিমতো অপ্রতিরোধ্য বার্সিলোনা। পুরনো ছন্দ ফিরে পেয়েছেন মেসিও। ফাইনাল জিতলে ইতিহাসের অংশীদার হবেন মেসি। তার দলও গড়বে রেকর্ড। ইতোমধ্যে স্প্যানিশ লা লিগা ও কোপা ডেল রে’র শিরোপা জয় করেছে বার্সা। চ্যাম্পিয়ন্স লীগও জিততে পারলে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখাবে কাতালানরা। এর ফলে প্রথম দল হিসেবে মৌসুমে দুইবার তিনটি করে শিরোপা জয়ের ইতিহাস গড়বে বার্সা। ইতিহাসের হাতছানি মেসির সামনেও। বার্লিনের ফাইনালে গোল করতে পারলে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে গোল করার কৃতিত্ব দেখাবেন তিনি। এক্ষেত্রে মেসি পেছনে ফেলবেন রাউল গঞ্জালেস, স্যামুয়েল ইতো ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। জুভেন্টাসের বিরুদ্ধে সবদিক দিয়েই ফেবারিট বলা হচ্ছে বার্সাকে। তবে কাতালানরা প্রতিপক্ষকে খাটো করছে না। এবারের মৌসুমে ৫৮ গোল করা মেসি যেমন আত্মতুষ্টিতে ভুগছেন না। সাবেক রেকর্ড টানা চারবারের ফিফা সেরা তারকা সাক্ষাতকারে বলেন, এটা একটা সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। প্রতিযোগিতার বিশেষ ম্যাচ। এটা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। এখানে পৌঁছানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ফাইনালে জয় পাওয়া যে সহজ হবে না, সেটা মানছেন মেসি। বলেন, আমরা জানি যে আবার চ্যাম্পিয়ন হওয়া সহজ হবে না। আমরা দারুণ কঠিন ও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলব। ফাইনালে যে কোন কিছু হতে পারে। তবে আগের ফাইনালগুলোর মতো এ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছি আমরা। চ্যাম্পিয়ন্স লীগের পরপরই নিজ দেশ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ফুটবলে খেলবেন মেসি। ৪৪তম আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপের রানার্সআপরা। তবে প্রস্তুতি ম্যাচ খেলবেন না অধিনায়ক মেসি। এর কারণ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। ৬ জুন বলিভিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। কিন্তু ওইদিনই চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। যে কারণে খেলতে পারবেন না মেসি। মেসির মতো খেলবেন না তেভেজও। কেননা তিনি খেলবেন জুভেন্টাসের হয়ে। এর আগে বলিভিয়ার বিরুদ্ধে ১০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ৫ ম্যাচে জয়ের বিপরীতে ম্যারাডোনার দেশ হেরেছে এক ম্যাচ। দুই দলের বাকি চার ম্যাচ ড্র হয়েছে। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে আর্জেন্টিনা। ইকুয়েডর, এল সালভাদর, ক্রোয়েশিয়া আর হংকংকে হারিয়েছে তারা। পর্তুগালের কাছে অবশ্য ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। অন্যদিকে বলিভিয়ার সর্বশেষ ৫ ম্যাচের তিনটিতেই হার। জয় ও ড্র একটি করে ম্যাচে। মেসিকে নিয়ে শোনা গেছে আরেকটি অবাক করা তথ্যও। সময়ের সেরা এই ফুটবলারের খেলা নাকি দেখেন না ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। আর্জেন্টাইন একটি সংবাদমাধ্যম তাকে জিজ্ঞেস করেছিল, দেশটির দুই গ্রেট তারকা মেসি ও মাশ্চেরানোর মধ্যে কার খেলার ধরন ভাল লাগে। তিনি জানান, আমি জানি না। কারণ আমি তাদের খেলা দেখি না। যদিও মেসির সঙ্গে আমার সামনা সামনি দু’বার দেখা হয়েছে। আমি তাকে একজন মানুষ হিসেবেই পেয়েছি, ফুটবলার হিসেবে না। এর ব্যাখ্যা দিতে গিয়ে পোপ জানান, ১৯৯০ সালের পর থেকে তিনি কখনই টেলিভিশনের পর্দার সামনে বসেননি। তাই মেসির ভক্ত হলেও তার খেলা দেখা হয়নি। উল্লেখ্য, খেলা পাগল হিসেবে পোপের আছে দারুণ খ্যাতি।
×