ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেষের অপেক্ষায় পিরলো-জাভি

প্রকাশিত: ০৬:৩৭, ৫ জুন ২০১৫

শেষের অপেক্ষায় পিরলো-জাভি

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার জার্মানির বার্লিনে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। ইউরোপ সেরার লড়াইয়ে বার্সিলোনার মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার জার্সিতে জাভি হার্নান্দেজের এটাই শেষ ম্যাচ। এর ফলে চ্যাম্পিয়ন্স লীগে জুভেন্টাসের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলোর বিপক্ষেও জাভির শেষ লড়াই। আর অসাধারণ এই লড়াই দেখতে ফুটবল বিশ্বও মুখিয়ে আছে বলে মনে করেন আন্দ্রেস ইনিয়েস্তা। এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে বার্সিলোনার মাঝমাঠের সেরা তারকা ইনিয়েস্তা বলেন, ‘বিশ্ব ফুটবলে এই দুই তারকাকে একে অন্যের বিপক্ষে খেলতে দেখাটা সত্যিই খুব সুন্দর। যারা ফুটবল খেলা দেখেন, তাদের কাছে বিষয়টা খুবই সুস্পষ্ট যে, পিরলো মানেই সুন্দর ফুটবলের সমার্থক। যে তার ক্যারিয়ারের পুরো সময়টাই ফুটবলের জন্য ত্যাগ করেছেন। প্রকৃতপক্ষে পিরলো যে কোন ফুটবলারেরই আদর্শ।’ আন্দ্রে পিরলোর বর্তমান বয়স ৩৬। তার চেয়ে এক বছরের ছোট্ট জাভি। ফুটবলে দুজনই মাঝ মাঠের প্রাণ। জুভেন্টাস আর ইতালির জার্সিতে পিরলোর ভূমিকা যেমন ঠিক তেমনি সামনে থেকে স্পেন আর বার্সিলোনার প্রতিনিধিত্ব করেন জাভি হার্নান্দেজ। দুজনের ভূমিকায় তুলনা করাটা খুবই কঠিন। যদিওবা সাফল্যের হিসেবে জাভি হার্নান্দেজ অনেকাংশেই এগিয়ে। তবে স্বদেশী সতীর্থ জাভিকে এগিয়ে রাখছেন আন্দ্রে ইনিয়েস্তাও। তার মতে জাভি মিডফিল্ডের ১ নাম্বার। আর মাঝমাঠে সেরাদের একজন পিরলো যার বৈশ্বিক পরিচিতি রয়েছে। এ বিষয়ে ইনিয়েস্তা বলেন, ‘পিরলো সবসময়ই দলকে সহায়তা করে। দলে তার সরাসরি প্রভাব থাকে। সে একজন বৈশ্বিক তারকা। আর জাভির ক্ষেত্রে বলব সে এক নাম্বার মিডফিল্ডার। তার মতো একজন খেলোয়াড়কে আমি বন্ধু হিসেবে পেয়েছি এটাই আমার সৌভাগ্য। তাই পিরলো আর জাভির মুখোমুখি ম্যাচটি হবে খুবই চমৎকার।’ স্প্যানিশ ক্লাব বার্সিলোনা চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই তাদের সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। অন্যদিকে জুভেন্টাসও রীতিমতো উড়ছে। টানা চারবার সিরি এ জয়ী জুভেন্টাসের সামনেও ট্রেবল শিরোপা জয়ের হাতছানি। শেষ পর্যন্ত কে হাসবে শিরোপা জয়ের হাসি? মাঠে বল গড়ানোর আগে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট নিয়ে চলছে বিশ্বজুড়েই আলোচনা। বিশেষজ্ঞ থেকে শুরু করে সাবেক কিংবা বর্তমান, নিজের মতামত-যুক্তি সাজাচ্ছেন দু’দলের পক্ষে। তবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বার্সিলোনাকেই ‘ফেবারিট’ মানছেন অনেকে।
×