ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ভিলিয়ার্স

প্রকাশিত: ০৬:৩৬, ৫ জুন ২০১৫

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয়বার তিনি এই সম্মান অর্জন করলেন। এছাড়া বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, খেলোয়াড়দের ভোটে সেরা খেলোয়াড় এবং ভক্তদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদাও লাভ করেছেন তিনি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) বার্ষিক পুরস্কার বিতরণীর ৯ ক্যাটাগরির মধ্যে পাঁচটি পুরস্কারই তিনি অর্জন করেছেন। সে কারণে তাকে এ অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে ‘ব্যাটিং জিনিয়াস’ হিসেবে। সাবেক তারকা পেসার মাখায়া এনটিনিসহ ৬ জনের বিচারক প্যানেল এ পুরস্কার তালিকা চূড়ান্ত করেন। প্যানেলে ছিলেন একজন পরিসংখ্যানবিদ, একজন ক্রিকেট লেখক, একজন কর্মকর্তা এবং সাবেক ক্রিকেটার। এর আগে কোন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার টানা দুইবার বর্ষসেরা ক্রিকেটার হতে পারেননি। গত এক বছরে ভিলিয়ার্স দুর্দান্ত ফর্মে ছিলেন। ২৮ ওয়ানডে থেকে ১৬১০ রান করেছেন অবিশ্বাস্য ৮০.৫০ গড়ে। এর মধ্যে আছে চার সেঞ্চুরি। তবে ভিলিয়ার্সের বিস্ময়কর অবদান ছিল অন্যরকম। একাধারে ওয়ানডে দ্রুততম অর্ধশতক, দ্রুততম শতক এবং দেড় শ’ রানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি গত এক বছর সময়সীমার মধ্যে। চলতি বছরেও ফর্মের তুঙ্গে আছেন ২৭ বছর বয়সী ভিলিয়ার্স। জোহানেসবার্গে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে ১০০ করার ম্যাচে ৬৪ বলেই তিনি ১৫০ রান করে বিশ্বরেকর্ডের নজির স্থাপন করেন। এ সময়ের মধ্যে ভিলিয়ার্স ৯ টেস্টে ৫৫.৬৪ গড়ে করেছেন ৭৭৯ রান। এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিএসএ প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘তিনি সত্যিকারের ব্যাটিং জিনিয়াস। একাধারে তিনি দ্রুততম ৫০, ১০০ ও ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়েছেন ওয়ানডেতে।’ তিনি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, খেলোয়াড়দের ভোটে সেরা খেলোয়াড় এবং ভক্তদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদাও লাভ করেছেন। আরেকটি পুরস্কার পেয়েছেন দ্রুততম সেঞ্চুরির জন্য। অপরদিকে, হাশিম আমলা টেস্টের বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন। আর মরনে ভ্যান উইক হয়েছেন টি২০ বর্ষসেরা। বছরের সেরা ডেলিভারি দেয়ার পুরস্কারটি গেছে পেসার ডেল স্টেইনের পক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের একটি ডেলিভারির জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। মহিলা ক্রিকেটের বর্ষসেরা হয়েছেন সাবনিম ইসমাইল। লরগাত আরও বলেন, ‘এবি বিশেষ কেউ ছাড়া অন্যকিছু নয়। তার ওয়ানডে এবং টেস্টের নৈপুণ্য ও র‌্যাঙ্কিং তার গল্পটা বলে দেয়। টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর এবং ওয়ানডের এক নম্বর তিনি। তিনি সবসময় দর্শকদের উপভোগের উপলক্ষ এনে দেন। তিনি স্বল্প পরিসরের ক্রিকেটে ব্যাটিংকে অন্য এক পর্যায়ে নিয়ে গেছেন। আর সেটা করা অনেকের জন্যই আসলে অসম্ভব বিষয়। বর্ষসেরা পুরস্কার বর্ষসেরা ক্রিকেটার ॥ এবি ডি ভিলিয়ার্স। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ॥ হাশিম আমলা। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ॥ এবি ডি ভিলিয়ার্স। বর্ষসেরা টি২০ ক্রিকেটার ॥ মরনে ভ্যান উইক। ক্রিকেটারদের দৃষ্টিতে বর্ষসেরা ॥ এবি ডি ভিলিয়ার্স। সমর্থকদের দৃষ্টিতে বর্ষসেরা ॥ এবি ডি ভিলিয়ার্স। বিশেষ পুরস্কার ॥ এবি ডি ভিলিয়ার্স। (দ্রুততম সেঞ্চুরির জন্য)। বর্ষসেরা ডেলিভারি ॥ ডেল স্টেইন। মহিলা বর্ষসেরা ক্রিকেটার ॥ সাবনিম ইসমাইল।
×