ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাম বাড়বে

প্রকাশিত: ০৬:০০, ৫ জুন ২০১৫

দাম বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সম্পূরক শুল্ক বৃদ্ধি ও হ্রাস করার ফলে যেসব পণ্যের দাম বাড়ছে-মোটর গাড়ির টায়ার, সিম কার্ড, ইলেক্ট্রিক ব্যাটারিচালিত মোটরগাড়ি, চার স্ট্রোক বিশিষ্ট বিযুক্ত মোটরগাড়ি, আমদানিকৃত এলসিডি ও এলইডি টেলিভিশন, রিভলবার ও পিস্তল, মোটরসাইকেলের যন্ত্রাংশ, সব ধরনের সিগারেট, বেল্ট এবং অন্যান্য ক্লোথিং এক্সেসরিজ, দুই ও চার স্ট্রোক বিশিষ্ট অটোরিক্সা ও থ্রি হুইলারের ইঞ্জিন, ফিল্টার, বৈদ্যুতিক ট্রান্সফরমার, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যাটারি, টার্ন টেবলস, ভিডিও রেকর্ডিং ও পকেট সাইজ রেডিও ক্যাসেট প্লেয়ার, লোডেড প্রিন্টেড সার্কিট বোর্ড, অমসৃণ হীরা, ইমিটেশন জুয়েলারি, স্বর্ণ ও রৌপ্যের দোকানদারের সেবার ক্ষেত্রে মূসক বাড়ানো হয়েছে। চামড়া তৈরির জিনিসপত্রের দাম বাড়বে। কাস্ট আয়রনের তৈরি টিউব পাইপস এবং ফাঁপা প্রোফাইল, ওয়েল ও গ্যাস লাইনের পাইপ, আয়রন অথবা স্টীলের তৈরি অন্যান্য টিউব, ওয়েল ও গ্যাসের ড্রিলিংয়ের কাজে ব্যবহৃত কেসিং, গ্যাস জ্বালানির উপযোগী রান্নার তৈজসপত্র, কিচেন ওয়্যার স্টেইনলেন স্টীল, স্যানিটারি ওয়্যার, সেফটি গ্লাস, কাঁচের আয়না, রেশজাত পণ্য, সব ধরনের সিগারেট, মানুষের খাওয়ার উপযোগী আমদানিকৃত ফ্রোজেন ও শুকনো মাছের টুকরা বা গুঁড়া, হিমায়িত চিংড়ি, মাখন এবং অন্যান্য দুগ্ধজাত চর্বি ও তৈল, ডেইরি স্প্রেড, হলুদ ও মরিচ গুঁড়া, তাজা বা ঠা-া টমেটো, তাজা ও বা শুকনা সুপারি, ব্লাক টি, সালফিউরিক এ্যাসিড, সোডিয়াম সল্ট, ভার্নিশ এ্যানামেল, পলিয়েস্টার বেইজড ও অন্যান্য পেইন্টস, আমদানিককৃত চা পাতা, মোটর আমদানি করে যেসব প্রতিষ্ঠান অন্যান্য কম্পোনেন্ট সংযোজন করে ফ্যান তৈরি করছে তাদের প্রতিরক্ষণে শুল্ককর অব্যাহত রাখা হয়েছে। মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকি রোধে সকল প্রকার ফ্যানে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
×