ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিক্ষোভকারীদের হত্যা

হোসনি মোবারকের পুনর্বিচারের নির্দেশ

প্রকাশিত: ০৪:৪৯, ৫ জুন ২০১৫

হোসনি মোবারকের পুনর্বিচারের নির্দেশ

মিসরের এক আদালত ২০১১ সালে বিক্ষোভকারীদের হত্যা করার ঘটনা নিয়ে আবারও বিচারের সম্মুখীন হতে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের প্রতি নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির। মোবারক ২০১৪ সালের নবেম্বরে ওই ঘটনার এক পুনর্বিচারে খালাস পান। এর আগে বিপ্লবকালে ৮০০ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তাকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছিল। এছাড়া চলতি বছরের প্রথম দিকে তিনি পৃথকভাবে দুর্নীতির একটি মামলায় দোষী সাব্যস্ত হন এবং তাকে তিন বছরের কারাদ- দেয়া হয়। ৮৭ বছর বয়সী মোবারক বর্তমানে কায়রোর মাদি মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্লভ মুক্তা অস্ট্রেলিয়ায় মিলল এক দুর্লভ মুক্তা। গোলাপী রংয়ের মুক্তাটি অন্তত ২০০০ বছরের পুরনো এবং এর ব্যাস প্রায় পাঁচ মিলিমিটার। দেশটির উলনগং ইউনিভার্সিটির প্রফেসর কেট সাবো বলেছেন, মুক্তাটি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হয়েছিল। অতীতে অস্ট্রেলিয়া থেকে এমনভাবে সৃষ্ট কোন মুক্তা পাওয়া যায়নি। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার সামুদ্রিক জাদুঘরে রাখা হয়েছে। -বিবিসি লিফটে টয়লেট জাপানে পরবর্তী ভূমিকম্পে লিফটে আটকে থাকতে পারে ১৭ হাজার মানুষ। এই পরিসংখ্যান হাতে আসার পর নড়েচড়ে বসেছে সরকার। এর আগে বড় ধরনের ভূমিকম্পে বেশকিছু মানুষ লিফটে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়েছিল। এর প্রধান কারণ ছিল পানির অভাব আর প্রকৃতির ডাকে সাড়া দিতে না পারা। আর তাই দেশের বহুতল ভবনের লিফটে টয়লেট বসানো ও পানির কল লাগানোর উদ্যোগ নিচ্ছে সরকার। পুরো জাপানে প্রায় ৬ লাখ ২০ হাজার লিফট আছে। Ñজি নিউজ
×