ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে যুবক গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৮:৩৮, ৪ জুন ২০১৫

রাজধানীতে যুবক  গুলিবিদ্ধ

বাংলানিউজ ॥ রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সোহেল (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। গুলি করার আগে তাকে বেধড়ক পিটিয়েও জখম করা হয়। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে শাহজাহানপুরের বাগিচা পানির পাম্প সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। হাতে গুলিবিদ্ধ সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে খবর ছড়িয়েছে, তবে তাকে ঢামেকে আনা হয়নি। সোহেল পেশায় প্রাইভেটকার চালক। তিনি পরিবারের সঙ্গে বাগিচা মসজিদ সংলগ্ন ভাড়া বাসায় থাকেন। সোহেলের মা রহিমা বেগম বাংলানিউজের কাছে দাবি করেন, এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী খালেদের নির্দেশে কয়েকজন মিলে সোহেলকে পিটিয়ে জখম করে। এরপর সোহরাওয়ার্দী নামে আরেক সন্ত্রাসী তার হাতে গুলি করে। তবে সোহেলের ওপর কেন এ হামলা চালানো হলো এ বিষয়ে কিছু বলতে পারেননি রহিমা। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
×