ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইফতেখার চৌধুরী চবির ভিসি

প্রকাশিত: ০৬:৪৯, ৪ জুন ২০১৫

ইফতেখার চৌধুরী চবির ভিসি

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাঁকে এই নিয়োগ দেন। জানা যায়, ইফতেখার উদ্দিনকে উপ-উপাচার্যের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক ১৫ জুন থেকে আগামী ৪ (চার) বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ২০১৩ সালের ৩০ মে থেকে চবির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরীর জন্ম ১৯৫৫ সালের ১ জুলাই চট্টগ্রামে। নোবিপ্রবিতে যোগ দিলেন উপাচার্য নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩ জুন ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অব এডুকেশনাল এ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর ড. এম অহিদুজ্জামান। তিনি গত মঙ্গলবার যোগদান করেন। প্রায় নয় মাস পর অভিভাবক পেল নোবিপ্রবি।
×