ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সকল রোহিঙ্গাকে শরণার্থী শিবিরে আশ্রয় দিবে গাম্বিয়া

প্রকাশিত: ০৬:০৫, ৪ জুন ২০১৫

সকল রোহিঙ্গাকে শরণার্থী শিবিরে আশ্রয় দিবে গাম্বিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ দারিদ্র্যপীড়িত পশ্চিম আফ্রিকান দেশ গাম্বিয়া বলেছে, তারা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে রাজি আছে। গাম্বিয়া এই প্রস্তাব দিয়ে বলেছে নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীকে ‘পবিত্র দায়িত্ব’ হিসেবে আশ্রয় দেয়া হবে। মিয়ানমারে নিজ দেশে প্রবল নির্যাতনের মুখে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠী এখন ব্যাপক সংখ্যায় দেশান্তরী হতে বাধ্য হচ্ছে। খবর গার্ডিয়ান অনলাইনের। রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের জন্য গাম্বিয়া শরণার্থী ক্যাম্প খুলবে। বুধবার গাম্বিয়া সরকারের দেয়া এক বিবৃতিতে বলছে, ‘সরকার গভীর উদ্বেগের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা ও মানবেতর অবস্থা পর্যবেক্ষণ করেছে। বিশেষ করে যে সব শরণার্থী নৌযানে করে সাগরে পাড়ি জমিয়েছে। মানুষ হিসেবে ও বিশেষ করে মুসলিম হিসেবে তাদের অবর্ণনীয় দুর্দশা লাঘবে এ নিয়ে আমাকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে সরকার।’ বিবৃতিতে তাঁবু ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। গাম্বিয়ার এই আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা গাম্বিয়াকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, জাতিসংঘ শরণার্থী সংস্থার আওতায় বহুজাতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহায়তা দেবে।
×