ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় এসে মমতা আলাদা হোটেলে উঠবেন

প্রকাশিত: ০৫:৫৬, ৪ জুন ২০১৫

ঢাকায় এসে মমতা আলাদা হোটেলে উঠবেন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা হোটেলে উঠবেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রওনা না হয়ে একদিন আগে ঢাকায় আসার সিদ্ধান্ত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ জুন প্রথম বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদি। কলকাতা থেকে মমতা আসছেন একদিন আগেই। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিমানবন্দরের কাছে রেডিসন হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার ব্যবস্থা করা হয়েছে। সফরসঙ্গীদের নিয়ে নরেন্দ্র মোদি থাকবেন সোনারগাঁও হোটেলে। মমতার ইচ্ছাতেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা হোটেলে থাকার আয়োজন করা হয়েছে। ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সম্পর্কের রেষারেষিতে মোদির ঢাকা সফরে মমতার আসা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ মুহূর্তে মমতা ঢাকা সফর নিশ্চিত করলেও সাংবাদিকদের জানান, তিনি ৫ জুন ঢাকায় এসে ৬ জুনই ফিরে যাবেন। অর্থাৎ নিজ দেশের প্রধানমন্ত্রীর সফরের একদিন আগে তিনি আসবেন, আবার ফিরবেনও প্রধানমন্ত্রী ফেরার আগের দিন। চার বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকা থেকে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মমতা। সব প্রস্তুতি থাকার পরও তার আপত্তির কারণে তখন আটকে যায় তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের চুক্তি সই, যা এখনও হয়নি। এই বছরের ফেব্রুয়ারিতে ঢাকা সফরে এসে মমতা বাংলাদেশের স্বার্থ রক্ষার দিকটি দেখার আশ্বাস দিলেও তিস্তায় রাজি হওয়ার বিষয়ে কোন অবস্থান জানাননি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কয়েকদিন আগেই জানান, মোদির এবারের সফরে তিস্তা চুক্তি সই হচ্ছে না। সাবেক কংগ্রেস নেত্রী মমতার দল তৃণমূল কংগ্রেস এক সময়ে বিজেপির সঙ্গে জোট বাঁধলেও এখন তাদের সম্পর্ক অনেকটাই সাপে-নেউলে। বিজেপি নেতা মোদির কঠোর সমালোচক তিনি। তবে সাহারা কেলেঙ্কারিতে জড়িয়ে মমতার দলের কয়েকজন নেতাকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আটক করার পর মমতা চাপে রয়েছেন।
×