ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৪:৫১, ৪ জুন ২০১৫

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

বাংলাদেশ নৌবাহিনীর এ/২০১৫ ব্যাচের ৬০৭ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার খুলনার নৌবাহিনী ঘাঁটি তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। নৌবাহিনীর এ/২০১৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মোঃ নূর আমিন, ডিই/ইউসি/ইউটি পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকস নাবিক হওয়ার গৌরব অর্জন করে। অনন্য এ সাফল্যের জন্য নৌবাহিনী প্রধান তাকে ‘নৌপ্রধান পদক’ প্রদান করেন। এছাড়া হƒদয় হাসান, ডিই/ইউসি/ইউটি দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মোঃ সেলিম আহমেদ, ডিই/ইউসি/ইউটি, তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করে। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), নৌ সদরের পরিচালকগণ, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং নবীন নাবিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। -আইএসপিআর। আজও বয়ে যাবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ স্টাফ রিপোর্টার ॥ আগামী দু’দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এই বায়ু মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত বিস্তার লাভ করেছে। আজ বৃহস্পতিবারও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর বয়ে যাবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বুধবার রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে তীব্র গরম অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপটি বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
×