ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হেডিংলি টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করল ব্রেন্ডন ম্যাককুলামের দল, কিউই মিডিয়ায় ভূয়সী প্রশংসা

‘এই নিউজিল্যান্ডই সেরা’

প্রকাশিত: ০৪:৪৩, ৪ জুন ২০১৫

‘এই নিউজিল্যান্ডই সেরা’

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা-ভারতের মতো পরাশক্তিকে পেছনে ফেলে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলে নিউজিল্যান্ড। গত দুই মৌসুম ধরেই দারুণ ক্রিকেট খেলে নজর কাড়ছেন ব্রেন্ডন ম্যাককুলামরা। এবার ইংল্যান্ড সফরে পিছিয়ে পড়েও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করল তারা। হেডিংলিতে ১৯৯ রানের বিশাল জয়ের পথে উড়িয়ে দিল কুলীন ইংলিশদের। কিউই মিডিয়ার স্বীকৃতি ‘এই নিউজিল্যান্ডই দেশটির ইতিহাসের সেরা দল।’ দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডমিনিয়ন পোস্ট লিখেছে, ‘লর্ডসে হারের পরও হেডিংলিতে দল যেভাবে খেলেছে, কিছুতেই তার প্রশংসা যথেষ্ট নয়। দুইবার বৃষ্টি সত্ত্বেও আক্রমণাত্মক ক্রিকেট উপহার দিয়ে জয় ছিনিয়ে এনেছে নিউজিল্যান্ড। সাফল্যের ধারা অব্যাহত রেখে টেস্টের ধারাটাই পাল্টে দিয়েছে ম্যাককুলামরা। গত দুই মৌসুম ধরে এটা চলে আসছে, বিশ্বকাপের ফাইনাল খেলার পর হেডিংলিতে দারুণ জয়ে সিরিজ সমতা। এই দলটিই কিউই ইতিহাসের সেরা দল।’ প্রথম ইনিংসে দু’দলই করে সমান ৩৫০ রান। মাত্র ৯১ ওভারে ৮ উইকেটে ৪৫৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ৪৫৫ রানের জয়ের লক্ষ্যে পঞ্চম দিন ২৫৫ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১২০ রানের ম্যারাথন ইনিংস খেলে ম্যাচসেরা হন কিউই ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। দুরন্ত নৈপুণ্যে যৌথভাবে সিরিজসেরা ইংল্যান্ড অধিনায়ক এ্যালিস্টার কুক (৩০৯ রান) ও নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট (১৩ উইকেট)। হেডিংলিতে হারলেও লর্ডস জয়ের পাশাপাশি সিরিজে ইংলিশদের ব্যক্তিগত প্রাপ্তি কম নয়। শেষ ম্যাচের প্রথম ইনিংসে ৭৫ রানের পথে গ্রেট গ্রাহাম গুচকে টপকে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রানের নতুন রেকর্ড গড়েন কুক। বাইশ বছরের পুরনো রেকর্ড মুছে নতুন ইতিহাস রচনা করেন ৩০ বছরের গ্লুচেস্টার হিরো। ৩২ রান করেই গুচকে ছাড়িয়ে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক বনে যান কুক। ৮৯০০ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের সর্বাধিক রানের মালিক ছিলেন গ্রেট গুচ। ১৯৯৫ সালে ক্রিকেটকে বিদায় জানানো কিংবদন্তি সেই রেকর্ড গড়েছিলেন প্রায় দুই দশকেরও বেশি সময় আগে।
×