ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে আনা ইভানোভিচ

প্রকাশিত: ০৪:৪১, ৪ জুন ২০১৫

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে আনা ইভানোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারা অব্যাহত রেখেছেন আনা ইভানোভিচ। দারুণ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেটও নিশ্চিত করেছেন তিনি। মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই আনা ইভানোভিচ ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন ইউক্রেনের এলিনা ভিতলিনাকে। মৌসুমের দ্বিতীয় মেজর এই টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে দারুণ রোমাঞ্চিত ইভানোভিচ। তার লক্ষ্য এখন শিরোপা পুনরুদ্ধার করা। সেক্ষেত্রে ইভানোভিচের বাধা এখন লুসি সাফারোভা। চেক প্রজাতন্ত্রের ১৩তম বাছাই সাফারোভা একই দিনে কর্ষ্টাজিত জয় তুলে নেন গার্বিন মুগুরুজার বিপক্ষে। এদিন সাফারোভা ৭-৬ এবং ৬-৩ গেমে হারান স্পেনের মুগুরুজাকে। গত এক দশক ধরেই টেনিসের আলোয় উজ্জ্বল ইভানোভিচ। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই সার্বিয়ান। ২০০৮ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের জয়ের স্বাদ পান তিনি। এরপর আর কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শিরোপা তো দূরের কথা সেমিফাইনালেই উঠতে পারেননি এই সার্বিয়ান। অর্ধযুগেরও বেশি সময় পর আবারও লাইমলাইটে আনা ইভানোভিচ। মঙ্গলবার ইউক্রেনের এলিনা ভিতলিনাকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনের শেষ চারের টিকেট নিশ্চিত করেন তিনি। এটি তার ক্যারিয়ারের মেজর টুর্নামেন্টের পঞ্চম সেমিফাইনাল। তবে কোয়ার্টার ফাইনালে এলিনা ভিতলিনার বিপক্ষে জয় পেতে যে যথেষ্ট বেগ পেতে হয়েছে ম্যাচ শেষে সেটাও স্বীকার করেছেন ইভানোভিচ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আনন্দিত কি না তা জানিন। তবে এখানে এদিন খেলাটা খুব কঠিন ছিল। কেননা এখানে আসা বাতাসটা ছিল খুবই শক্তিশালী যে কারণে সর্বত্রই বাউন্স খাচ্ছিল। তাই আমি ম্যাচের পুরোটা সময়ই শান্ত ছিলাম।’ ইভানোভিচ-ভিতলিনা এর আগে সাতবার মুখোমুখি হয়। তার সবতেই জয়ের স্বাদ পান ইভানোভিচ। যে কারণে এবারও ফেবারিটের তকমটা গায়ে মেখেই কোর্টে নামেন সার্বিয়ান তারকা। আর শেষ পর্যন্ত দারুণ জয় নিয়েই ম্যাচ শেষ করেন আনা ইভানোভিচ।’ অন্যদিকে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে নামবে লসি সাফারোভা। গত মৌসুমে উইম্বল্ডনে প্রথমবারের মতো শেষ চারের টিকেট কাটেন। এরপর দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেন তিনি। ১৯৯২ সালে শেষবারের মতো ইউক্রেনের হয়ে মেজর শিরোপা জিতেছিলেন মনিকা সেলেস। তার পর প্রথম খেলোয়াড় হিসেবে সাফারোভার সামনে এখন গ্র্যান্ডসøাম জয়ের হাতছানি। তাতে কিছুটা আবেগাপ্লুত-বিস্মিতই সাফারোভা। এ বিষয়ে তিনি বলেন, ‘ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠাঠা সত্যিই বিস্ময়কর এক বিষয়। আমার এই মুহূর্তের অনুভূতির বহির্প্রকাশ ঘটানোটা কঠিন। এক কথায় বলতে গেলেও ওয়াও...। তবে আমি এখন রোমাঞ্চিত এবং আনার বিপক্ষে পরের ম্যাচ নিয়ে সতর্ক।’ অনেক ঘাম ঝরিয়ে রোলাঁ গাঁরোয় মহিলা এককের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সেরেনা উইলিয়ামস। প্রি-কোয়ার্টার ফাইনালে তিন ম্যাচের লড়াইয়ে আমেরিকান এই টেনিস কিংবদন্তি ১-৬, ৭-৫ এবং ৬-৩ গেমে হারান তারই স্বদেশীয় সেøায়ানে স্টিফেন্সকে। আগের দুটি পর্বের ম্যাচের মতো প্রি-কোয়ার্টারেও প্রথম সেট হারেন মার্কিন মহিলা তারকা। প্রথম সেটে শীর্ষবাছাই সেরেনাকে দাঁতেই দেননি স্টিফেন্স। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচে ফেরেন সেরেনা। তৃতীয় সেটে দাপট দেখিয়ে ম্যাচ জিতেন ফ্রেঞ্চ ওপেনের শীর্ষ বাছাই সেরেনা। শেষ আটের লড়াইয়ে সেরেনা উইলিয়ামসের সামনে বড় বাধা ইতালির সারা ইরানি। অস্ট্রেলিয়া ওপেনে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল। কে শ্রীকান্তরা। সেই ব্যর্থতা পুষিয়ে নেয়ার সুযোগ ইন্দোনেশিয়া ওপেনে। মঙ্গলবার থেকে ইন্দোনেশিয়া ওপেন শুরু হয়েছে। এই ওপেনে ট্রফি জিততে মরিয়া সাইনা-শ্রীকান্তরা। ২০০৯, ২০১০ ও ২০১২ সালে ইন্দোনেশিয়া ওপেন জিতেছেন সাইনা। এবারের ইন্দোনেশিয়া ওপেনে মহিলা এককে দ্বিতীয় বাছাই তিনি। পাশাপাশি কে শ্রীকান্ত চতুর্থ বাছাই নির্বাচিত হয়েছেন। সাইনা ও শ্রীকান্ত ছাড়া পিভি সিন্ধু, পারুপল্লী, কাশ্যপ, জোয়ালা গুট্টা, অশ্বিনী পুনাপ্পারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এ বিষয়ে সাইনা বলেন, ‘অস্ট্রেলিয়া ওপেনে ব্যর্থতার পরে খুব খারাপ লেগেছিল। ইন্দোনেশিয়া ওপেন জিততে চাই। চ্যাম্পিয়ন হতে পারলে অজি ওপেনের ব্যর্থতা ভোলা যাবে বলেই মনে করছি আমি।’
×