ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্দেশনায় স্বাগতা

প্রকাশিত: ০৪:১৭, ৪ জুন ২০১৫

নির্দেশনায় স্বাগতা

স্টাফ রিপোর্টার ॥ একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবেই পরিচিত ছিলেন স্বাগতা। এবার সেই পরিচয়ের সঙ্গে নতুন করে যুক্ত হলো নির্মাতা পরিচিতির। জিনাত শানু স্বাগতা ‘দূরত্ব’ নামের একটি ‘থিসিস ফিল্ম’ নির্মাণ করেছেন। নিজেই এর চিত্রনাট্য তৈরি করেছেন। মূলত এটি ‘থিসিস ফিল্ম’ হিসেবে জমা দিবেন জাহিদুর রহিম অঞ্জনের কাছে। স্বাগতা এরইমধ্যে ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি’র ফিল্ম এ্যান্ড মিডিয়া বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেছেন। অনার্সের চূড়ান্ত ফলাফলের আগেই ‘থিসিস ফিল্ম’টি জমা দিতে হয়। সেই লক্ষ্যেই মূলত স্বাগতা নির্মাণ করেছেন ‘দূরত্ব’ নামক ‘থিসিস ফিল্ম’টি। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, দিলারা জামান, শ্যামল মাওলা, তামান্না তাসমিমসহ আরও অনেকে। স্বাগতা বলেন, নির্মাণকাজ যে এতো কঠিন তা নিজের থিসিস ফিল্মটি নির্মাণ করতে গিয়ে বুঝেছি। তবে যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই আমাকে নানাভাবে সহযোগিতা করার পাশাপাশি আমাকে অনেক উৎসাহও দিয়েছেন। তা না হলে শেষ পর্যন্ত কাজটি ভালভাবে শেষ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আশা করি আমার থিসিস ফিল্মটি আমার শিক্ষাজীবনে অনেক কাজে লাগবে। এদিক স্বাগতা জানান, এই নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো অনার্স শেষ করলেন। এর আগে ২০০৮ সালে তিনি রবীন্দ্র ভারতী থেকে ‘সঙ্গীত’ বিষয়ে অনার্স করেছিলেন। এদিকে গত ৪ মে রাশেদ জামানের সঙ্গে স্বাগতার বাগদান সম্পন্ন হয়েছে। বাবার মৃত্যুর পর বলা যায় পুরো সংসারের দায়িত্ব তারই কাঁধে। তাই সংসারটা আরও গুছিয়ে তারপর নিজের বিয়ের আনুষ্ঠানিকতার কথা ভাববেন তিনি। স্বাগতা তার ভক্ত-দর্শকের কাছে দোয়া চেয়েছেন তার নতুন জীবনের জন্য। এদিকে স্বাগতা অভিনীত ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’, ‘পিছুটান’, ‘ধন্যি মেয়ে’, ‘অপূর্বা’ বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
×