ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডব্লিউটিও সভায় বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৪, ৪ জুন ২০১৫

ডব্লিউটিও সভায় বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্যারিসে অনুষ্ঠেয় ডব্লিউটিও’র সদস্যভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রী পর্যায়ের এক সভায় যোগ দিতে বুধবার সকালে প্যারিস গেছেন। ৪ জুন এ সভা অনুষ্ঠিত হবে। ডব্লিউটিও’র কো-চেয়ারম্যান ও অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণে তোফায়েল আহমেদ এ সভায় যোগ দিচ্ছেন। অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী এবং কেনিয়ার বাণিজ্যমন্ত্রী যৌথভাবে এ বৈঠকে সভাপতিত্ব করবেন। সভায় দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার অনিষ্পন্ন বিষয়ে আলোচনা শুরুর কৌশল নির্ধারণ এবং বালি সম্মেলনপরবর্তী কর্মসূচীর আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আগামী ডিসেম্বরে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলন অনুষ্ঠিত হবে। তোফায়েল আহমেদ সভায় যোগদান শেষে আগামী ৫ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার টিসিবির পণ্য বিক্রি আজ থেকে রমজান মাসকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে নিত্যপ্রয়োজনীয় ৫টি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। পণ্যগুলো হলো- তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর। সোমবার পণ্যগুলোর দাম নির্ধারণ করে টিসিবিকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। টিসিবি কেজিপ্রতি মসুর ডাল ১০৩ টাকা, সয়াবিন কেজিপ্রতি ৮৯ টাকা, চিনি ৩৭ টাকা, খেজুর ৮০ টাকা এবং ছোলা ৫৩ টাকা দরে বিক্রি করবে। এ বছর খোলা বাজারে বিক্রির জন্য ৩ হাজার মেট্রিক টন তেল, দেড় হাজার মেট্রিক টন ছোলা, ১৫০ মেট্রিক টন খেজুর ও ২ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হয়েছে। রাজধানী ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১০টি, প্রতি সিটি কর্পোরশেনে ৫টি এবং জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে। একজন ভোক্তা ট্রাক থেকে ৪ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল (পেট বোতল), সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল (নেপালী), ৩ কেজি ছোলা এবং ২ কেজি খেজুর কিনতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×