ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিডিবিএলের চার্জ কমছে

প্রকাশিত: ০৪:১০, ৪ জুন ২০১৫

সিডিবিএলের চার্জ কমছে

পুঁজিবাজারের কোম্পানিগুলোর শেয়ার সংরক্ষণের সংস্থা সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ট্রানজেকশন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে ব্রোকারেজ হাউসগুলোকে দশমিক ১৫ শতাংশ হারে সিডিবিএল চার্জ দিতে হবে। সোমবার সিডিবিএলের পরিচালনা পর্ষদের বৈঠকে এ চার্জ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, এখন ব্রোকারেজ হাউসগুলোকে দশমিক ১৭৫ শতাংশ করে সিডিবিএল চার্জ দিতে হয়। এ বিষয়ে সিডিবিএলের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) শুভ্র কান্তি চৌধুরী বলেন, এখন ব্রোকারেজ হাউসগুলোকে ১ লাখ টাকার শেয়ার লেনদেন করলে সাড়ে ১৭ টাকা চার্জ দিতে হয়। আগামী ১ জুলাই থেকে ১ লাখ টাকার শেয়ার লেনদেন করলে ১৫ টাকা চার্জ দিতে হবে।- অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠাল আইপিডিসি ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি গত ৩১ মে রবিবার লভ্যাংশের টাকা পাঠিয়েছে। এছাড়া যাদের লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে এখনও পৌঁছায়নি, তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি) শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।- অর্থনৈতিক রিপোর্টার
×