ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯/১১ হামলার পর আফগানিস্তান ও পাকিস্তানে যুদ্ধে নিহত দেড় লাখ

প্রকাশিত: ০৪:০২, ৪ জুন ২০১৫

৯/১১ হামলার পর আফগানিস্তান ও পাকিস্তানে যুদ্ধে নিহত দেড় লাখ

২০০১ সালে ৯/১১-এর হামলার পর পাকিস্তানে ও আফগানিস্তানে যুদ্ধে প্রায় এক লাখ ৫০ হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এক মার্কিন গবেষণা সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণা শাখা কস্টস অব ওয়ার প্রজেক্টের এই সমীক্ষায় বলা হয়েছে, ৯/১১-এর হামলার পর তালেবান সরকার উৎখাতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে আরও এক লাখ ৬২ হাজার জন আহত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নিহত ও আহতের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের যুদ্ধ শেষ হওয়ার বদলে আরও বাড়ছে। -ডন। স্মার্টফোনেই চোখ পরীক্ষা স্মার্টফোনের নয়া এ্যাপ ‘পকেট অপটিসিয়ান’। স্কটল্যান্ড ও লন্ডনের গবেষক দলের তৈরি ফোনের ক্যামেরাকে চোখের লেন্সকে স্ক্যান করার কাজে লাগায় পোর্টেবেল আই এক্সামিনেশন কিট (পিক)। ছানি পরীক্ষার কাজে আসে এই স্ক্যান করা ছবি। কেনিয়ায় ২৩৩ জনের ওপর পিক দিয়ে পরীক্ষার সঙ্গে সাধারণ আইটেস্টের ফলাফল হুবহু মিলে গেছে। - জি নিউজ সম্পূর্ণ পোশাকে ১৭ শতকের মরদেহ সম্পূর্ণ পোশাক পরিহিত এবং সংরক্ষিত অবস্থায় ১৭ শতকের ফরাসি অভিজাত এক নারীর মৃতদেহ পাওয়া গেছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রেন শহরে। জুতা ও টুপি পরিহিত লুই দ্য কুয়েনজো নামে ওই নারীর সীসার কফিনে তার স্বামীর হৃদপি-ও ছিল। পাঁচ ফুট লম্বা মরদেহটি গত বছরের মার্চ মাসে সেন্ট-জোসেফ কনভেন্টের চ্যাপেলের একটি পাথরের কবর থেকে আবিষ্কৃত হয়। প্রতœতত্ত্ববিদরা মঙ্গলবার বলেছেন, লুই ১৬৫৬ সালে ৬০ বছর বয়সে মারা যান। কনভেন্টে চারটি সীসার কফিনে ১৭ শতকের তারিখসহ ৮০০ কবর পাওয়া গেছে। - গার্ডিয়ান
×