ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের স্থল সীমানা চুক্তি বিল পাস নিয়ে আজ সংসদে বিশেষ আলোচনা

প্রকাশিত: ০৭:১১, ২ জুন ২০১৫

ভারতের স্থল সীমানা চুক্তি বিল পাস নিয়ে আজ সংসদে বিশেষ আলোচনা

সংসদ রিপোর্টার ॥ ভারতের লোকসভায় স্থল-সীমানা চুক্তি বাস্তবায়ন বিল পাস হওয়া নিয়ে আজ মঙ্গলবার সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় দীর্ঘ ৪১ বছর পর বিলটি পাস করায় ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে জাতীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হবে। সোমবার রাতে দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এ সংক্রান্ত আলোচনার অনুমতি চাইলে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বিষয়টি সংসদকে অবহিত করেন। হাজী সেলিমের প্রশ্ন ॥ পয়েন্ট অব অর্ডারে রোহিঙ্গারা কিভাবে বাংলাদেশী পাসপোর্ট পেল এনিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোঃ সেলিম। তিনি বলেন, দশ হাজার রোহিঙ্গা অবৈধ পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছে। সে কারণে সৌদি সরকার বর্তমানে ওমরা ভিসা বন্ধ করে দিয়েছে, এটা দুঃখজনক। তিনি বলেন, দেশের ১০০টি হজ এজেন্সির মধ্যে ৭০টি এজেন্সির মাধ্যমে রোহিঙ্গারা সৌদি আরব গেছে। প্রথম দিনেই তাহজীবের ওয়াক আউট ॥ সংসদে কথা বলার সুযোগ না দেয়ার অভিযোগ তুলে বাজেট অধিবেশনের প্রথম দিনেই প্রতীকী ওয়াক-আউট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। অধিবেশন কক্ষে তাঁর ওয়াক আউটের বিষয়টি কেউ বুঝতে না পারলেও সাংবাদিকদের কাছে এ এসে তাহজীব নিজেই এ তথ্য জানান।
×