ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও নাগরিকতা

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০০, ২ জুন ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. সরকারের পররাষ্ট্রনীতি দেখাশোনা করে থাকে শাসন বিভাগ। তাহলে রাষ্ট্রদূতের নিয়োগ দান, আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে থাকে – ক) সচিবালয় খ) আইন বিভাগ গ) বিচার বিভাগ ঘ) শাসন বিভাগ ২১. ‘ক’ রাষ্ট্রে শাসক তার নিজের ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। ‘ক’ রাষ্ট্রের শাসক কোন প্রকৃতির? ক) স্বেচ্ছাচারী খ) গণতান্ত্রিক গ) সমাজতান্ত্রিক ঘ) নিয়মতান্ত্রিক ২২. সার্ক প্রতিষ্ঠিত হয় কেন? ক) পারস্পরিক সহযোগিতার জন্য খ) আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করার জন্য গ) প্রাতিষ্ঠানিক কাজ করার জন্য ঘ) সার্কের সূচনার জন্য ২৩. কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত কোনটির বিস্তৃতি লক্ষ করা যায়? ক) দলের শাখার খ) সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের গ) নির্বাচন কমিশনের ঘ) কেন্দ্রীয় নেতৃত্ব ২৪. স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি কোনটি? ক) প্রশাসনিক কঠোরতা খ) নিরক্ষরতার হার কমানো গ) কর্মমুখী শিক্ষার ব্যবস্থা ঘ) সুস্থ প্রাকৃতিক পরিবেশ ২৫. ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা কতটি ওয়ার্ডের দায়িত্ব পালন করেন? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ২৬. বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে? ক) একনায়কতান্ত্রিক খ) যুক্তরাষ্ট্রীয় গ) সংসদীয় ঘ) রাষ্ট্রপতি শাসিত ২৭. দুর্বলের সাহায্য লাভের অধিকারকে কী বলে? ক) নৈতিক অধিকার খ) ব্যক্তি অধিকার গ) সামাজিক অধিকার ঘ) রাজনৈতিক অধিকার ২৮. আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব? ক) সাম্য খ) স্বাধীনতা গ) অধিকার ঘ) শান্তি ২৯. কোন রাষ্ট্রের বিরোধিতার ফলে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভে বিলম্ব ঘটে? ক) রাশিয়ার খ) যুক্তরাষ্ট্রের গ) চীনের ঘ) সুইজারল্যান্ডের ৩০. কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে- র. বাংলাদেশ রর. জাপান ররর. চীন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩১. মুসলিম লীগ গঠিত হয় কখন? ক) ১৯০৫ সালে খ) ১৯০৬ সালে গ) ১৯০৭ সালে ঘ) ১৯০৮ সালে ৩২. কোনটি স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা? ক) গণতন্ত্র খ) সমাজতন্ত্র গ) কল্যাণমূলক ব্যবস্থা ঘ) একনায়কতান্ত্রিকতা ৩৩. এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন করা হয় তাকে কোন আইন বলে? ক) সাধারণ আইন খ) সাংবিধানিক আইন গ) আন্তর্জাতিক আইন ঘ) সরকারি আইন ৩৪. বাংলাদেশের বার্ষিক আয়-ব্যয়ের (বাজেট) প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন কে? ক) রাষ্ট্রপতি খ) প্রধানমন্ত্রী গ) অর্থমন্ত্রী ঘ) স্পিকার ৩৫. নৈতিক অধিকার সমাজভেদে – ক) অভিন্ন থাকে খ) একই থাকে গ) পার্থক্য থাকে ঘ) পার্থক্য থাকে না ৩৬. সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচির বাইরে আর কীসের বিবেচনায় দল ভিন্ন হতে পারে? ক) পৌরনীতির খ) অর্থনীতির গ) সমাজবিজ্ঞানের ঘ) বিজ্ঞানের ৩৭. সার্কের সদস্য রাষ্ট্র কোনটি? ক) আফগানিস্তান খ) পাকিস্তান গ) শ্রীলঙ্কা ঘ) বাংলাদেশ ৩৮. নিচের কোনটি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত? ক) সরকারি চাকরি লাভের অধিকার খ) শ্রমিক সংঘ গঠনের অধিকার গ) নিয়মিতভাবে কর প্রদানের অধিকার ঘ) খ্যাতি লাভের অধিকার ৩৯. কোনটি দ্বারা শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়? ক) নির্বাচন খ) জনমত গ) আইনের শাসন ঘ) ন্যায়বিচার ৪০. কোন শাসন ব্যবস্থায় মন্ত্রিগণ আইনসভার নিকট সর্বোতভাবে দায়ী থাকেন? ক) সংসদীয় খ) রাষ্ট্রপতি শাসিত গ) রাজতন্ত্র ঘ) সমাজতন্ত্র ৪১. বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা কোনটি? ক) সমাজতন্ত্র খ) একনায়কতন্ত্র গ) রাজন্ত্র ঘ) গণতন্ত্র ৪২. সুবিধাবঞ্চিত জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে – র. সেবাবঞ্চিত এলাকাসমূহে সেবার মান বাড়াতে হবে রর. নতুন পেশা গ্রহণের মাধ্যমে সন্তান উৎপাদন থেকে বিরত রাখতে হবে ররর. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে
×