ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা ৩৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৬:৫২, ২ জুন ২০১৫

নতুন অর্থবছরের  রফতানি  লক্ষ্যমাত্রা  ৩৩ দশমিক ৫৬  বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০১৫-১৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা প্রাথমিকভাবে ৩৩ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে। এর আগে চলতি অর্থবছরে তা ছিল ৩৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। সোমবার রাজধানীতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, পাটজাত পণ্য উৎপাদনকারী ও রফতানিকারক এবং চামড়াজাত পণ্য উৎপাদনকারী ও রফতানিকারক সমিতির সঙ্গে এক বৈঠকে প্রাথমিকভাবে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বলে বৈঠক সূত্র জনকণ্ঠকে নিশ্চিত করেছে। নিয়ম মোতাবেক ইপিবি একটি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। তারা এটা পর্যালোচনার পর ঘোষণা করে।
×