ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

প্রকাশিত: ০৬:২৯, ২ জুন ২০১৫

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ জুন ॥ আদিবাসী তরুণীসহ সারাদেশে চলমান নারী ও শিশু, যৌন হয়রানির প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবিতে সোমবার ঠাকুরগাঁওয়ের মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সকালে নারী ফোরাম, এমকেপি ও ডিয়াকোনিয়ার আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। এতে সর্বস্তরের নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণী- পেশার অসংখ্য নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, তাহমিনা আক্তার মোল্লা, দ্রৌপদী দেবী আগরওয়ালা প্রমুখ। নবীনবরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ জুন ॥ সোমবার দুপুরে নওগাঁয় নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডাঃ আনজুমান আরা। নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ হামিমা উম্মে মোরশেদার সভাপতিত্বে সভায় জেলা সিভিল সার্জন ডাঃ একেএম মোজাহার হোসেন বুলবুল, সদর উপজেলার চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমুখ।
×