ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক

‘ভুল না করলে আজ বাংলাদেশই ফেবারিট’

প্রকাশিত: ০৬:২২, ২ জুন ২০১৫

‘ভুল না করলে আজ বাংলাদেশই ফেবারিট’

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মঙ্গলবারের ম্যাচটা আশা করি অনেক উপভোগ্য হবে। ম্যাচে বাংলাদেশ দলের উচিত হবে মানসিক শক্তিমত্তা কাজে লাগানো, পজেটিভ ফুটবল খেলা, হোমগ্রাউন্ড এ্যাডভান্টেজকে কাজে লাগানো, সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি না করা ... তাহলেই জয়ের আশা করতে পারে বাংলাদেশ।’ কথাগুলো আমিনুল হকের। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক-গোলরক্ষক হিসেবে জাতীয় দলে খেলেছেন একযুগ (১৯৯৮-২০১০, ম্যাচ ৫৫)। আজ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিরুদ্ধে। প্রতিপক্ষ দল সম্পর্কে নিজের ধারণার কথা শোনান আমিনুল, ‘২০০৭ সালে কিরগিজস্তানে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে গেছি। আমাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ভেবেছিলাম যুদ্ধবিধ্বস্ত দেশ বলে তারা এ খেলাতেও মনে হয় দুর্বল হবে। কিন্তু খেলার মাঠে তারা আমাদের সঙ্গে গোলশূন্য ড্র করে রীতিমতো সারপ্রাইজ দিয়েছিল। হারতে হারতে আমরা কোনমতে ড্র করে বেঁচেছিলাম। যুদ্ধবিধ্বস্ত ঠিকই, কিন্তু খেলার মাঠে তারা সম্পূর্ণ অন্য দল। তাদের দলের অধিকাংশই খেলোয়াড়ই জার্মান বংশোদ্ভূত, খেলে ইউরোপের বিভিন্ন লীগে। ফলে জাতীয় দলে একসঙ্গে খেলার সময় তারা ইউরোপিয়ান ধাঁচে খেলে। এটাই ওদের মূল শক্তিমত্তা। ফলে প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারে খুব কমই।’ আমিনুল আরও যোগ করেন, ‘পরিসংখ্যানে আফগানিস্তানের চেয়ে আমরা এগিয়ে ঠিকই। কিন্তু তাই বলে ওরা মোটেও দুর্বল নয়। ২০১৩ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া এবং ফিফা র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৩৪ ধাপ এগিয়ে থাকাটাই এর প্রমাণ।’ বাংলাদেশ দলের কোন পজিশন নিয়ে আমিনুল অসন্তুষ্ট? ‘বাংলাদেশ দলের গোলকিপিং পজিশন নিয়ে আমি সন্তুষ্ট নই। মনে হচ্ছে আস্থাহীনতার অভাব। যদিও জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার কাজ করছেন, তবে তেমন কোন উন্নতি চোখে পড়েনি।’ তাহলে কেমন গোলরক্ষক চান? ‘সাহসী ও দায়িত্ববান গোলরক্ষক চাই আমাদের। আমি খেলা ছাড়ার পর হিমেল, সোহেল, মামুন, লিটনসহ পাঁচ গোলরক্ষক খেলেছে। কিন্তু দুঃখের বিষয়Ñ কেউই দলে স্থায়ী হতে পারেনি। খেলতে পারেনি টানা ম্যাচে। শোয়েচলারকে আরও অনেক কাজ করতে হবে তাদের পারফর্মেন্সের উন্নতি নিয়ে।’ আমিনুলের ভাষ্য। ৩০ মে প্রথম প্রস্তুতি ম্যাচে আগে গোল করেও ১-২ গোলে সিঙ্গাপুরের কাছে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচ প্রসঙ্গে আমিনুলের মূল্যায়ন, ‘সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচে বাংলাদেশ শুরুতে হোম এ্যাডভান্টেজটা ভালমতোই নিতে পেরেছিল। কিন্তু এটাকে শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারেনি। ধরে রাখার জন্য যে ধরনের মানসিক দৃঢ়তা বজায় রাখা দরকার, সেটা তারা রাখতে পারেনি। মধ্যমাঠ ভাল খেলেনি। রক্ষণভাগেও দুর্বলতা ছিল। গোলের সুযোগগুলো নষ্ট করেছে আক্রমণভাগের খেলোয়াড়রা। তারই ফল হচ্ছে ১-২ গোলের এই হার। তবে হারলেও আমরা ভাল খেলেছি। ম্যাচে অনেক প্রাপ্তি ছিল আমাদের।’ ফরোয়ার্ড এনামুল হককে নিয়ে আগে থেকেই আশাবাদী ছিলেন আমিনুল।
×