ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমজানে অফিস সময় সকাল ৯টা-বিকেল সাড়ে ৩টা

প্রকাশিত: ০৫:৪৯, ২ জুন ২০১৫

রমজানে অফিস সময় সকাল ৯টা-বিকেল সাড়ে ৩টা

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন রমজান মাসে সরকারী অফিস-আদালতে অফিস সময় ঠিক করে দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও রোজায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অফিসসূচী নির্ধারণ করা হয়। এমনিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারী অফিসে কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে চাকুরেদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচীতে পরিবর্তন আনা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব আনলে মন্ত্রিপরিষদ তাতে অনুমোদন দেয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টা থেকে সাড়ে ৩টা সূচীতে চলবে। তবে সুপ্রীমকোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রয়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচী ঠিক করে নেবে।
×