ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সঙ্গীত পরিচালনায় ব্যস্ত সমীর

প্রকাশিত: ০৪:১৭, ২ জুন ২০১৫

সঙ্গীত পরিচালনায় ব্যস্ত সমীর

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে যে কজন মেধাবী সঙ্গীত পরিচালক সঙ্গীত পরিচালনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে এস কে সমীর অন্যতম। অডিও এবং চলচ্চিত্র দু মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি তার নাটকের গানেও কাজ করছেন তিনি। ইতোমধ্যে তার করা কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা হয়েছে। তবে ভবিষ্যতে তিনি অডিও এ্যালবাম ও চলচ্চিত্র দু মাধ্যমেই মনোযোগী হতে চান। সমীরের বাবা ছিলেন একজন সাহিত্যিক ও সঙ্গীতগুরু। মামা ও খালা ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই তিনি গানের আবহে বড় হয়েছেন। তিনি বর্তমানে সময়ে ব্যস্ততম শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক । তবে নিজেকে একজন সঙ্গত শিল্পী হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন। কিছু দিন আগে তার সঙ্গীত আয়োজনে মিশ্র এ্যালবাম ‘হারিয়েছি মন’ রিলিজ হয়েছে। এ এ্যালবামের গানগুলো শ্রোতা মহলে প্রশংসিত হচ্ছে। ঈদে আসছে তার সঙ্গীত আয়োজনে শিল্পী নিশাত ও স্নেহের সলো এ্যালবাম। এছাড়া কাজ করছেন কয়েকটি মিশ্র এ্যালবামে। অডিও এ্যালবামের পাশাপাশি ‘হরিযুপিয়া’, ‘কারণ তোমায় ভালবাসি’, ‘ভালবাসার গল্প’সহ আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন। পাশাপাশি স্টেজ ও টিভি লাইভ শো নিয়ে ও ব্যস্ত রয়েছেন। তার গাওয়া প্রথম সলো এ্যালবাম ‘ঘুম’ বাজারে আসে ২০০৮ সালে। ইতোমধ্যে প্রায় শেষ করেছেন তার দ্বিতীয় সলো এ্যালবামের কাজ। এ্যালবামটি বাজারে আসবে এ বছরের শেষের দিকে। সমীর শুদ্ধ বাংলা গান করতে চান। বাংলা গান যেন সবার মাঝে শুদ্ধতা বাতাস ছড়ায় তিনি এটাই চান। সঙ্গীত পরিচালনা পাশাপাশি এস কে সমীর ভাল গান শিল্পী হিসাবে শ্রোতাদের উপহার দিতে চান। এস কে সমীরের ছোট বেলা থেকেই সব ধরনের শোনার প্রতি বিশেষ ভাল লাগা কাজ করত। গান নিয়ে স্বপ্ন প্রসঙ্গে সমীর বলেন, শ্রোতাদের কথা মাথায় রেখে ভাল গান করতে চাই। বাংলাদেশের গান যেন দেশের বাইরে ও অনেক জনপ্রিয় হয় আমি সে লক্ষ্যে কাজ করতে চাই। সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই।
×