ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যপণ্য বিতর্ক অমিতাভ-প্রীতির বিরুদ্ধেও মামলা

প্রকাশিত: ০৪:১৭, ২ জুন ২০১৫

খাদ্যপণ্য বিতর্ক অমিতাভ-প্রীতির বিরুদ্ধেও মামলা

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের পর একটি খাদ্যপণ্যের দূত হওয়ায় এবার বিপাকে পড়েছেন বিগ বি অমিতাভ বচ্চন ও অভিনেত্রী প্রীতি জিনতা। অভিযুক্ত ওই পণ্যের প্রচারের জন্য এই তিন তারকার নামে আলাদাভাবে মামলা করা হয়েছে। মাত্রাতিরিক্ত সিসা পাওয়ার কারণে ওই পণ্যকে ঘিরে ভারতজুড়ে বিতর্ক চলছে। ভারতের উত্তর প্রদেশের প্রতিটি দোকান থেকে খাদ্যপণ্যটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। ওই পণ্যের উৎপাদক কোম্পানির বিরুদ্ধে মামলা করার পাশাপাশি প্রচারে অংশ নেয়ায় মামলা করা হয়েছে মাধুরী দীক্ষিত, অমিতাভ বচ্চন এবং প্রীতি জিনতার বিরুদ্ধে। গণমাধ্যম জানায়, সম্প্রতি অভিযুক্ত ওই খাদ্যপণ্যটি পরীক্ষার পর এতে অতিরিক্ত সিসা খুঁজে পায় উত্তর প্রদেশের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। এতে পাওয়া গেছে নির্দিষ্ট মাত্রার তুলনায় ১৭ গুণ বেশি সিসা, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। পণ্যটির বিজ্ঞাপনের মডেল হওয়ায় মাধুরী, অমিতাভ এবং প্রীতির বিরুদ্ধে মামলা করেন স্থানীয় এক আইনজীবী। অভিযোগকারীর দাবি, পণ্যটির বিজ্ঞাপনে এর পুষ্টিগুণ সম্পর্কে ওই তিন শিল্পী যা বলেছেন, তা প্রতারণার সামিল। একটি ক্ষতিকারক পণ্যকে জনগণের সামনে উৎকৃষ্ট হিসেবে তুলে ধরার অর্থ জনস্বাস্থ্য নিয়ে খেলা করা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করেনি ওই পণ্যের উৎপাদক কোম্পানি।
×