ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রি বাধ্যতামূলক হবে ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৫, ১ জুন ২০১৫

ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রি বাধ্যতামূলক  হবে ॥ শিল্পমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ জনস্বার্থে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রি করতে সংশ্লিষ্ট সবাইকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, শিশু ও গর্ভবতী মায়ের স্বাস্থ্য সুরক্ষায় ‘ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন-২০১৩’ র আওতায় কঠোর পদক্ষেপ নেয়া হবে। রবিবার জাতীয় পর্যায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির জন্য আয়োজিত র‌্যালিপরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ‘ফর্টিফিকেশন অব এডিবল অয়েল ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের গেট থেকে শুরু হয়ে বক চত্বর ও দিলকুশা ঘুরে মন্ত্রণালয়ের গেটে এসে শেষ হয় র‌্যালিটি। এতে শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী, রিফাইনারি মালিক, কর্মকর্তা ও শ্রমিকরা অংশ নেন।
×