ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার তিন দুর্নীতি মামলায় রুলের শুনানি ১৪ জুন পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ০৫:২৪, ১ জুন ২০১৫

খালেদার তিন দুর্নীতি  মামলায় রুলের  শুনানি ১৪ জুন  পর্যন্ত মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো-গ্যাটকো ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদনের ওপর রুলের শুনানি ১৪ জুন রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে করা নাশকতার মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপীল বিভাগ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার বাতিল চেয়ে রুলের শুনানি ১৪ জুন শুরু হবে। রবিবার বিচারপতি মোঃ নূরুজ্জামান ননী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, এ্যাডভোকেট জাকির হোসেন ভুঁইয়া, ব্যারিস্টার ইহসানুর রহমান তাঁকে সহযোগিতা করেন। দুদকের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মোহাম্মদ খুরশীদ আলম খান। প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদক ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে। ফালুর জামিন বহাল ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে করা নাশকতার মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপীল বিভাগ। জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ফালুর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। গত ১২ এপ্রিল খিলগাঁও থানার নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় হাইকোর্ট থেকে জামিন পান মোসাদ্দেক আলী ফালু। এর পরপরই হাইকোর্টের জামিনের আদেশ বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
×