ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপান যাচ্ছে শরীর গঠন দল

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৫:২২, ১ জুন ২০১৫

সংক্ষিপ্ত সংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৫ থেকে ৮ জুন জাপানের কিতাকিইউশুতে অনুষ্ঠিত হবে ৪৯তম এএফবিএফ এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন দল পাঠাচ্ছে জাপানে। বাংলাদেশ দলের পোশাকের স্পন্সর করছে দেশীয় ইলেক্ট্রনিক্স সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশ দলের পক্ষে জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী ৩ খেলোয়াড়- মোঃ রফিকুল ইসলাম (৮০ কেজি শ্রেণী), মোঃ আবু সাঈদ রানা (৭৫ কেজি শ্রেণী) ও মোঃ মাহসুদুর রহমান (মাস্টার ক্যাটাগরি) অংশ নেবেন। দলনেতা হিসেবে যাচ্ছেন ফেডারেশনের সহসভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার ডন। রবিবার এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ফেডারেশনের সহসভাপতি ডন ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এবার বডিবিল্ডিংয়ে অংশ নিচ্ছে মোট ৩৩ দেশ। পিএসজির নতুন ইতিহাস স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের প্রথম ফুটবল দল হিসেবে চার শিরোপা জয়ের রেকর্ড গড়ল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার ঘরের মাঠ স্তেদে ডি ফ্রান্সে এডিসন কাভানির একমাত্র গোলে অক্সেরেকে ১-০ ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ কাপের টানা দ্বিতীয় শিরোপা জিতল পিএসজি। লরা ব্লাঙ্কের শিষ্যরা এর আগেই লীগ ওয়ান, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং লীগ কাপের শিরোপা নিজেদের করে নিয়েছিল। অক্সেরেকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপাটাও নিজেদের শোকেসে তুলল ইব্রা-কভানিরা। কিউট বাস্কেটবল ফাইনাল আজ স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় কিউট মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন (বীর বিক্রম) মেমোরিয়াল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। ফাইনালে শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে ভার্টিকেল হরিজন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রবিবার ধানম-ি জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল। প্রথম সেমিতে ভার্টিকেল হরিজন ৬৮-৪৪ পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। ভার্টিকেল হরিজনের পক্ষে মাহিন ২১ ও মামুন ১৯ পয়েন্ট স্কোর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারিক ১৪ ও আইমান ১১ পয়েন্ট স্কোর করেন। অপর সেমিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৭৯-৫৬ পয়েন্টে সেন্ট যোসেফ হাই স্কুলকে পরাজিত করে ফাইনালে ওঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারেক ২৫, শুভ ও নাহিদ ১৪ পয়েন্ট করে স্কোর করেন। সেন্ট যোসেফের তাহসিন ১৬ ও আলিফ ১২ পয়েন্ট স্কোর করেন। কাবাডির ফল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের (বিইওএল) পৃষ্ঠপোষকতায় মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতার আঞ্চলিক সেবা জোনের দুটি খেলা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনের প্রথম খেলায় বাংলাদেশ পুলিশ ২টি লোনাসহ ৩১-১২ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে পরাজিত করে। অপর খেলায় বিজিবি ২টি লোনাসহ ২৫-১৩ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে। মুন্সীগঞ্জ ক্রিকেট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীঞ্জের দ্বিতীয় বিভাগ ক্রিকেটে আজাদ স্পোটিং ক্লাব জয় পেয়েছে। রবিবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৮ উইকেটে রিকাবীবাজার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টারকে হারায়। টসে হেরে গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ২৭ ওভার ৪ বলে ৮৩ রানে আউট হয়ে যায়। জবাবে আজাদ স্পোটিং ক্লাব ১১ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী দলের অধিনায়ক আব্দুল মমিন ৬ ওভারে করে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
×