ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেই কুকই ইতিহাস

প্রকাশিত: ০৫:২১, ১ জুন ২০১৫

সেই কুকই ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ ফর্মহীনতায় ওয়ানডে নেতৃত্ব হারানোর পাশাপাশি বিশ্বকাপ দল থেকেই বাদ পড়েছিলেন এ্যালিস্টার কুক। টেস্ট ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে গত ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল অগ্নিপরীক্ষা। যেখানে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফিরেছিলেন সাদা পোশাকের ইংলিশ অধিনায়ক। লর্ডস হয়ে হেডিংলীÑ দুই ম্যাচের ব্যবধানে সেই তিনি আজ ইতিহাস। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রানের পথে গ্রেট গ্রাহাম গুচকে টপকে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রানের নতুন রেকর্ড গড়েন ৩০ বছরের গ্লুচেস্টার হিরো। বাইশ বছরের পুরনো রেকর্ড মুছে নতুন ইতিহাস রচনা করেন এ্যালিস্টার নাথান কুক। ৩২ রান দূরে ছিলেন। ক্যারিয়ারের ৪১তম হাফসেঞ্চুরি পূরণের পথেই গুচকে ছাড়িয়ে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক বনে যান কুক। ৮৯০০ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের সর্বাধিক রানের মালিক ছিলেন গ্রেট গ্রাহাম গুচ। ১৯৯৫ সালে ক্রিকেটকে বিদায় জানানো কিংবদন্তি সেই রেকর্ড গড়েছিলেন প্রায় দুই দশকেরও বেশি সময় আগে। ২০০৬Ñ এ সাদা পোশাকে আবির্ভাবের পর কুক প্রায়শ বলতেন, ব্যাট হাতে গুচই তার আইডল। এবার গুরুকে পেছনে ফেলে পর্বত চূড়ায় আরোহন করলেন শিষ্য! মাত্র ১১৪তম টেস্টেই কুকের রান এখন ৮,৯৪৪! গুচ খেলেছিলেন ১১৮ ম্যাচ। ইংল্যান্ডের হয়ে দ্রুততম ৮৯০০ রানের রেকর্ডটিও নতুন করে লেখলেন বর্তমান সেনাপতি। সর্বোপরি টেস্ট রান সংগ্রহের তালিকায় অবশ্য ১৩তম স্থানে কুক। ১৫,৯২১ রান নিয়ে সবার ওপরে অবসরে যাওয়া ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকর। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে অবশ্য টেস্টে তার চেয়ে এগিয়ে কেবল কুমার সাঙ্গাকারা (১২,২০৩) ও শিবনারায়ণ চন্দরপল (১১,৮৬৭)। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ টেস্ট সেঞ্চুরির রেকর্ডও কুকের। দ্বিতীয় স্থানে থাকা কেভিন পিটারসেনের সেঞ্চুরি ২৩। বেডফোর্ড স্কুলে খেলা কালে কুকদের কোচ ছিলেন সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ডেরেক র‌্যান্ডেল। দেশের হয়ে ইতিহাস গড়ার পর তিনি বলেন, ‘প্রথম বোলিং মেশিনের সামনে কুকের সঙ্গে পরিচয়। এক মুহূর্তের দেখায় বুঝেছিলাম, ও স্পেশাল কিছু। আজ তা প্রমাণ হলো। বয়স মাত্র ৩০। আমার বিশ্বাস ও অনেক দূর এগিয়ে যাবে।’ দারুণ কীর্তির পরও অবশ্য মাটিতে পা কুকের। ইংলিশ অধিনায়ক বলেন, ‘গুচের মতো গ্রেটকে ছাড়িয়ে যাওয়া দারুণ। তবে দেশকে অনেক কিছু দিতে চাই আমি।’ কুক ৭৫ রানে আউট হলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ ওপেনার এ্যাডাম লিথ (১০৭)। তবু স্বস্তিতে নেই স্বাগতিকরা। নিউজিল্যান্ডের ৩৫০Ñএর জবাবে কাল এ রিপোর্ট লেখার সময় প্রথম ইনিংসে ৩৪৬ রানে ৯ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনিংয়ে লিথ-কুক ১৭৭ রান যোগ করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে যা ইংল্যান্ডের ওপেনিং জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান। ১০১ বছরে ইংল্যান্ডের হয়ে একই ম্যাচে সর্বাধিক উইকেট ও সর্বোচ্চ রানের দু-দুটি রেকর্ডের নতুন ঘটনা এটি! প্রথম ইনিংসে ২ উইকেট নেয়ার পথে প্রথম ইংলিশ বোলার হিসেবে ৪শ’র শিকারের এলিট ক্লাবে নাম লেখান সেনসেশনাল পেসার জেমস এ্যান্ডারসন (৪০১)। দেশটির হয়ে বর্তমানে খেলছেন এমন বোলারদের মধ্যে ২৮৫ উইকেট নিয়ে এ্যান্ডারসনের পেছনে স্টুয়ার্ট ব্রড আছেন ষষ্ঠ স্থানে! টেস্ট ইতিহাসে সর্বোপরি ৪শ’ বা তার বেশি উইকেট নেয়া অষ্টম বোলার এ্যান্ডারসন। ৫৬৩ উইকেট নিয়ে এ তালিকায় সবার ওপরে সাবেক অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাকগ্রা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস (৫১৯) ও ভারতের কপিল দেব (৪৩৪)। পেসার হিসেবে বর্তমানে খেলে যাওয়াদের মধ্যে এ্যান্ডারসনই সবার ওপরে!
×