ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এফএ কাপে চ্যাম্পিয়ন আর্সেনাল

প্রকাশিত: ০৫:১৯, ১ জুন ২০১৫

এফএ কাপে চ্যাম্পিয়ন আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ ফাইনালে এ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপের শিরোপা জিতেছে আর্সেনাল। শনিবার রাতে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে গানার্সদের হয়ে গোলগুলো করেন থিও ওয়ালকট, এ্যালেক্সিস সানচেজ, পার মের্টেসাকার ও অলিভিয়ের জিরুড। এটি আর্সেনালের দ্বাদশ এফএ কাপ শিরোপা। গত বছর হালসিটিকে ৩-২ গোলে হারিয়ে নয় বছরের শিরোপা খরার অবসান ঘটিয়েছিল আর্সেনাল। এবারও আগেরবারের সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। ম্যাচের শুরু থেকেই ভিলার উপর চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৪০ মিনিটে ওয়ালকটের গোলে এগিয়ে গানার্সরা। বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই আসরে ধারাবাহিক গোল পাওয়া সানচেজ। প্রায় ২৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে গোলটি করেন চিলিয়ান তারকা। এরপর ৬২ মিনিটে জার্মারি ডিফেন্ডার মের্টেসাকারের হেড জাল খুঁজে পেলে ব্যবধান আরও বাড়ে। শিরোপা প্রায় নিশ্চিত করার পরও আক্রমণের ধার কমায়নি আর্সেনাল। যে কারণে গোলের হালি পূরণ করতে পারে তারা। ম্যাচের শেষ সময়ে (৯৩ মিনিট) গোলটি করেন ফরাসী স্ট্রাইকার জিরুড। দুই জনেরই দলকে সর্বোচ্চ ছয়টি করে এফএ কাপ শিরোপা এনে দেয়ার কৃতিত্ব আছে। এর আগে সেমিফাইনালে এ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে দ্বিতীয় সারির দল রিডিংকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে আর্সেনাল। ফলে রেকর্ড ১৯ বারের মতো এফএ কাপের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখায় গানার্সরা। শেষ চারের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ইনজুরি সময়ে আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেন সানচেজ। এর আগে গানার্সদের হয়ে প্রথম গোলটিও করেছিলেন সাবেক বার্সা তারকা। সেমিতে ম্যাচের ৪০ মিনিটে জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডানপায়ের শটে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন সানচেজ। বিরতির পর ৫৪ মিনিটে ডান পায়ের ভলিতে ম্যাচে রিডিংকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার গ্যারেথ ম্যাকক্লেরি। ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০৫ মিনিটে ডান পায়ের শটে আবারও দলকে এগিয়ে দেন সানচেজ। এই গোলেই শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত হয় আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালের।
×