ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুর জমি দখল

প্রকাশিত: ০৫:১৩, ১ জুন ২০১৫

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুর জমি দখল

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৩১ মে ॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের জমি ও চলাচলের রাস্তা বন্ধ করে একটি প্রভাবশালী চক্র দোকান নির্মাণ করছে। এ ঘটনায় এলাকায় স্থানীয় হিন্দু মুসলিমদের মাঝে চরম উত্তোজনা বিরাজ করছে। সরেজমিন ঘুরে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার সংলগ্ন ক্ষেত্র মহাজন বাড়ির প্রয়াত সাধন চন্দ্র শীল, মিলন কান্তি শীল, চন্দ্র কুমার শীল এই তিন ওয়ারিশের মৃত্যুর পর তাদের ছেলেরা পৈত্রিক সূত্রে সরফভাটা মৌজার আর এস ১১৯৫নং খতিয়ানের আর এস ৫৬১৮ দাগের বি এস ৬৪৭৫ দাগের ৯ শতক জায়গার মালিক হয়। বর্তমানে এলাকার সন্ত্রাসী ও ভূমিদস্যু জামাল উদ্দিনের নেতৃত্বে ওই তিন শতক জমি জোরপূর্বক দখল করে রাতারাতি দোকান ঘর নির্মাণ করার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। অসহায় সংখ্যালঘু পরিবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুরাহা পায়নি। অবশেষে আদালতে দখলদার ও অবৈধ দোকান নির্মাণকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেন ক্ষতিগ্রস্তদের পক্ষে শিবু কান্তি শীল। গত ২৫ মে আদালত তা আমলে নিয়ে ১৫ দিনের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু দখলদাররা প্রভাবশালী হাওয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতারাতি দোকান নির্মাণ করলেও রাঙ্গুনিয়া থানা পুলিশের শরণাপন্ন হয়ে কোন প্রতিকার পাচ্ছে না। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় চরম উত্তেজনা চলছে।
×