ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘চটপটি’ চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তির শূটিং শেষ

প্রকাশিত: ০৫:১১, ১ জুন ২০১৫

‘চটপটি’ চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তির  শূটিং শেষ

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ছায়ালোক মিডিয়া স্টেশনের প্রথম প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চটপটি’র দ্বিতীয় কিস্তির শূটিং সম্পন্ন হলো সম্প্রতি গাজীপুরের একটি গ্রামে। এর আগে গত ২৭ মার্চ উত্তরায় এ চলচ্চিত্রে শূটিং শুরু হয়। এই চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত ও পরিচালনা করেছেন কবি, অভিনেতা তারেক মাহমুদ। পরিচালক জানান, গ্রাম থেকে আসা এক যুবকের গায়ক হয়ে ওঠার বাস্তবতা আর এক বারডান্সারের সঙ্গে এক অন্ধ যুবকের সংসারের গল্প নিয়েই এই চলচ্চিত্রের গল্প এগিয়েছে। ‘চটপটি’ এই চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নীরব খান ও জারা। এ ছাড়াও এক ঝাঁক নতুন মুখের পাশাপাশি অভিনয় করবেন সিনিয়র অভিনয় শিল্পীরা। এখন তৃতীয় কিস্তির শূটিংয়ের প্রস্তুতিসহ সঙ্গীত নির্মাণের কাজ চলছে। চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয় গত ২৮ অক্টোবর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে।
×