ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সম্ভাবনাময় অভিনেতা সাইক নাজাত

প্রকাশিত: ০৫:১১, ১ জুন ২০১৫

সম্ভাবনাময় অভিনেতা সাইক নাজাত

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের তরুণ সম্ভাবনাময় নাট্যকর্মীদের মধ্যে অন্যতম সাইক নাজাত। সাম্প্রতিক সময়ে একাধিক মঞ্চ ও টিভি নাটকে অভিনয়ে ব্যস্ত রয়েছেন তিরি। দেশের জনপ্রিয় নির্মাতাদের নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ার ছেলে সাইক নাজাত ঢাকায় এসে প্রথমদিকে প্রাচ্যনাট স্কুলিংয়ে ভর্তি হয়ে অভিনয়ে প্রশিক্ষণ নেন। এ দলের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ওই সময় তিনি দলের অন্যতম প্রযোজনা ‘বনমানুষ’ নাটকে অভিনয় করেন। এরপর ২০১৪ সাল দেশের প্রথমসারির নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর নাট্যদলের হয়ে কাজ করছেন। মঞ্চনাটকের পাশাপাশি নাজাত ইতোমধ্যে বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে খ- নাটক ও ধারাবাহিক নাটকও রয়েছে। নাজাত অভিনীত নাটকগুলোর মধ্যে কায়সার আহাম্মেদ পরিচালিত ‘ইয়েস ম্যাডাম নো স্যার’, ‘গৃহযুদ্ধ’ ও ‘আলফা ৭’, সরদার রোকন পরিচালিত ‘বাজি ও বাজনা’, ‘বৈরী বাতাস’, মীর সাব্বির পরিচালিত ধারাবাহিক ‘নোয়াশাল’, দীন মোহাম্মাদ মন্টু পরিচালিত একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। এছাড়া জিএম সৈকত, পরিচালক আদিত্য জনির কয়েকটি ঈদের নাটকে অভিনয় করার কথা হচ্ছে বলে জানান তিনি। সব মিলে টিভি এবং মঞ্চনাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন তরুণ অভিনেতা সাইক নাজাত। তাঁর অভিনয় জীবনের শুভ কামনা।
×