ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্পকলায় তির্যকের ‘ইডিপাস’

প্রকাশিত: ০৫:১০, ১ জুন ২০১৫

শিল্পকলায় তির্যকের ‘ইডিপাস’

সংস্কৃতি ডেস্ক ॥ চট্টগ্রামের স্বনামধন্য নাট্যদল তির্যকের অন্যতম প্রযোজনা ‘ইডিপাস’ নাটকের সম্প্রতি শততম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। নাটকটির আরও একটি মঞ্চায়ন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। আগামী ৫ জুন জাতীয় নাট্যশলার প্রধান মিলনায়তনে নাটকটির একটি বিশেষ মঞ্চায়ন হবে। সোফোক্লিসের গ্রীক ট্র্যাজেডি ‘ইডিপাস’ নাটকটির নির্দেশনা দিয়েছেন ইকবাল হায়দার। এছাড়া একই স্থানে মঞ্চস্থ হবে দলের আরও একটি প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘রক্তকরবী’। এই নাটকটিরও নির্দেশনা দিয়েছেন ইকবাল হায়দার। দল সূত্রে জানা গেছে চট্টগ্রামের তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তির বছরব্যাপী কর্মসূচীর সমাপনী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘তির্যক নাট্যমেলা’ আয়োজন করা হবে। এ আয়োজনে থাকবে তির্যকের ৪০ বছরের নাট্য-স্মারক প্রদর্শনী, আলোচনা, সম্মাননা জ্ঞাপন, প্রতিদিন মুক্তমঞ্চে চট্টগ্রামের লোকগান পরিবেশনা এবং প্রতিদিন সন্ধ্যে ৭টায় পরিবেশিত হবে আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তির্যকের ২টি মঞ্চনাটক। এর মধ্যে আগামী ৫ জুন শুক্রবার ‘ইডিপাস’ এবং ৬ জুন শনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রক্তকরবী’ নাটক মঞ্চায়ন হবে। ৫ জুন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নাট্যমেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। এছাড়া তির্যকের ৪০ বছরের নাট্য-স্মারক প্রদর্শনী উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। শেষে সোফোক্লিসের গ্রীক ট্র্যাজেডি ‘ইডিপাস’ নাটকটি মঞ্চস্থ হবে। ৬ জুন শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশের নাট্য ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য চার নাট্যজন- রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও নাসির উদ্দিন ইউসুফকে এ নাট্যমেলায় সম্মাননা জ্ঞাপন করা হবে। শেষে মঞ্চস্থ হবে নাটক ‘রক্তকরবী’। প্রসঙ্গত, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথ পরিক্রমায় দেশ ও দেশের গ-ি পেরিয়ে তির্যক চর্চা ও সৃজনের মাধ্যমে এ ক্ষেত্রটিকে সৃষ্টিশীলতায় পূর্ণ করার কাজে নিয়োজিত রয়েছে তির্যক নাট্যদল। এ পর্যন্ত তির্যক নাট্যদল ৪৩টি নাটকের ২ হাজার ৫১০ টি প্রদর্শনী সম্পন্ন করেছে।
×