ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ৩৬ এসএসসি পরীক্ষার্থীর ফল আসেনি

প্রকাশিত: ০৪:১৫, ১ জুন ২০১৫

লালমনিরহাটে ৩৬ এসএসসি পরীক্ষার্থীর  ফল আসেনি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩১ মে ॥ লালমনিরহাট শহরের কবি শেখ ফজলল করিম বালিকা বিদ্যালয়ের কারিগরি শাখার এসএসসি পরীক্ষার ফল না আসায় ওই প্রতিষ্ঠানের ৩৬ শিক্ষার্থী ও অভিভাবক উৎকণ্ঠায় পড়েছে। জানা গেছে, শনিবার এসএসসি পরীক্ষার ফলাফলের তালিকায় কারিগরি শাখার ৩৬ শিক্ষার্থীর ফল আসেনি। ফলাফলের তালিকা ছিল শূন্য। ফলাফল প্রত্যাশী শিক্ষার্থী ও অভিভাবকগণ স্কুলে এসে এ ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়ে। স্কুল কর্তৃপক্ষ বলছে, বোর্ড়ের ভুলের কারণে ফলাফল আসেনি। শিক্ষার্থী, অভিভাবকগণ অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ ও পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের ভুলের কারণে এ অবস্থা ঘটেছে। স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান জানান, সম্ভবত কারিগরি শাখার শিক্ষার্থী ৩৬ জনের কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষার ফল যোগ হয়নি। জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন জানান, শিক্ষা প্রতিষ্ঠান হতে সঠিক সময়ে ব্যবহারিক পরীক্ষার ফলাফল বোর্ডে পাঠানো হয়নি। তদন্ত করে ত্রুটির জন্য দায়ীদের খুঁজে বের করা হবে। দায়িত্বে অবহেলার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
×