ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০৩, ১ জুন ২০১৫

পুঁজিবাজারে সূচক বাড়লেও  লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মুনাফা তোলার কারণে দরপতনের পরদিনই দেশের পুঁজিবাজারে সূচকের উর্ধগতি দেখা গেছে। বড় মূলধনী কোম্পানিগুলোর আধিপত্যের কারণে বেশিরভাগ কোম্পানির দরপতনও বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। যার কারণে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমেছে ৮ শতাংশ। তবে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের বৃদ্ধি ঘটেছে। সেই সঙ্গে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর কারণে লেনদেনের গতিও ভাল ছিল। কিন্তু শেষ বিকেলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। যার কারণে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। ঢাকার বাজারে আগের তুলনায় ৭০ কোটি ৩৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার ডিএসইতে ৭৮৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৮৫৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। পুরোদিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছেও ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। সকালে সূচকের বৃদ্ধি দিয়ে শুরুর পরে প্রধান বাজারের ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো, আরএকে সিরামিক, এসিআই ফর্মুলেশনস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, বারাকা পাওয়ার, এমজেএল বিডি, ফার কেমিক্যাল এবং বেক্সিমকো ফার্মা। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সামিট পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এ্যাপোলো ইস্পাত, এসিআই ফর্মুলেশন, বেক্সিমকো ফার্মা, কেয়া কসমেটিকস, বিডি থাই ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইসিবি ১ম এনআরবি, সামাতা লেদার, নদার্ন ইন্স্যুরেন্স, অলটেক্স, সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, বিডি অটোকারস, ফাইন ফুডস ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স। রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১১২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এসিআই, বিট্রিশ আমেরিকান ট্যোবাকো, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সামিট পাওয়ার, এ্যাপোলো ইস্পাত ও ইউনাইটেড এয়ার।
×