ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিক্রি হচ্ছে মাইকেল জ্যাকসনের বাড়ি

প্রকাশিত: ০৬:৫০, ৩১ মে ২০১৫

বিক্রি হচ্ছে মাইকেল জ্যাকসনের বাড়ি

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ববিখ্যাত প্রয়াত পপ সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের প্রিয় সম্পত্তি ও বাসস্থান নেভারল্যান্ড র‌্যাঞ্চ বিক্রি হতে যাচ্ছে। জানা গেছে, এর বর্তমান কর্তৃপক্ষ কলোনি ক্যাপিটাল নেভারল্যান্ডের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে। তাই কিছুদিন আগে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। শোনা যাচ্ছে, ১০ কোটি ডলারে বিক্রি হতে পারে পপ সম্রাটের এই বাসস্থান। পপ সম্রাট বেঁচে থাকতেই কার্যত হাতছাড়া হয়েছিল এই স্বপ্ন-খামার। ২০০৮ সালে ঋণগ্রস্ত মাইকেলের কাছ থেকে প্রায় দু’কোটি ৩৫ লাখ ডলারের বিনিময়ে নেভারল্যান্ড দখলে নেয় কলোনি ক্যাপিটাল। তখন থেকেই এর দেখাশোনার জন্য প্রতিবছর সংস্থাটির খরচ হচ্ছে প্রায় ৫০ লাখ ডলার। ১৯৯৮ সালে গলফ কোর্স নির্মাতা উইলিয়াম বোনের কাছ থেকে জমি এবং বাড়িটি কেনেন মাইকেল জ্যাকসন। এখানে রয়েছে বিভিন্ন রাইড, চিড়িয়াখানা, খুদে ট্রেন, ছোট জাহাজ, বিচিত্র খেলাধুলার আয়োজনসহ অনেক কিছু।
×