ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লেনদেন বৃদ্ধির শীর্ষে সিমেন্ট খাত

প্রকাশিত: ০৬:৪৬, ৩১ মে ২০১৫

লেনদেন বৃদ্ধির শীর্ষে সিমেন্ট খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেন বৃদ্ধির শীর্ষে রয়েছে সিমেন্ট খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ৩১ দশমিক ৫ শতাংশ ছিল এ খাতের। শেলটেক সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে মোট লেনদেনের ২৬ দশমিক ৬ শতাংশ অবদান রয়েছে আইটি খাতের। লেনদেন বেড়েছে আরও ৮টি খাতের। এর মধ্যে ব্যাংক খাতের ১০ দশমিক ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুত খাতের ৭ দশমিক ১ শতাংশ, পাট খাতের ১৯ দশমিক ৬ শতাংশ, বিবিধ খাতের ২২ দশমিক ৯ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১১ দশমিক ২ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১২ দশমিক ৭ শতাংশ, ট্যানারি খাতে ২ দশমিক ৪ শতাংশ, টেলিকমিউনিকেশন ৬ দশমিক ৮ শতাংশ লেনদেন বেড়েছে। অপরদিকে লেনদেন কমেছে ১১টি খাতের। এর মধ্যে সিরামিক খাতের ২৪ দশমিক ৫ শতাংশ, প্রকৌশল খাতের ১১ দশমিক ১ শতাংশ, আর্থিক খাতের ৫ দশমিক ৭ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৫ দশমিক ৭ শতাংশ, সাধারণ বীমার ২৫ দশমিক ৭ শতাংশ, জীবন বীমার দশমিক ৩ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতের ৬ দশমিক ১ শতাংশ, কাগজ খাতের ৫৩ দশমিক ৯ শতাংশ, বস্ত্র খাতের ২৫ দশমিক ১ শতাংশ এবং ভ্রমণ খাতে ১৫ দশমিক ৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইর পিই রেশিও বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৪৭ পয়েন্টে; যা আগের সপ্তাহে ছিল ১৫ দশমিক ৩৭ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্লেষকদের মতে, বাজারে সূচক বাড়ার কারণে পিই রেশিও বাড়ছে। তবে পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৪ দশমিক ৬ পয়েন্ট, সিরামিক খাতের ৪৬ দশমিক ৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ২৭ দশমিক ৬ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৯ দশমিক ৯ পয়েন্টে।
×