ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘এ’ দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা

নিয়োগ দেয়া হচ্ছে টিম অপারেশন্স ম্যানেজার

প্রকাশিত: ০৬:২৫, ৩১ মে ২০১৫

নিয়োগ দেয়া হচ্ছে টিম অপারেশন্স ম্যানেজার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির সভা হয়েছে শনিবার। নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন এ কমিটিতে নতুন সদস্য এসেছে। ক্রিকেট নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে, বুঝতে, বাস্তবায়ন করতে এ সভা হয়। সভায় টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে পেশাদার কাউকে নিয়োগ দেয়ার ভাবনা করা হয় এবং ‘এ’ দলকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার চিন্তাও হয়। এর সঙ্গে ঘরোয়া লীগের খেলা যেন সঠিক সময়ে চলতে থাকে, সেই পরিকল্পনাও করা হয়। সভা শেষে নাইমুর রহমান দুর্জয় যেমন বলেন, ‘আজকের (গতকাল) মিটিংটা এ সিরিজ (ভারতের বিপক্ষে) নিয়ে ছিল না। আমাদের নতুন করে কমিটি হয়েছে তারই পরিচিত পর্ব ছিল। সামনের সিরিজ, ‘এ’ দলের জন্য কিছু আয়োজন। সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেছি, আমরা কিভাবে, কোন পন্থায় আগাতে পারি। আগের কিছু ইস্যু ছিল, এগুলো নিয়ে আমরা কথা বলেছি।’ ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে দুর্জয় জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলার (মাশরাফিদের) একটা পরিকল্পনা চলছে। ওরা এক ভাবে চাচ্ছে, আবার আমরা অন্যভাবে চাচ্ছি। ওরা চাচ্ছে ৪টি টি২০ খেলতে। আমরা চাচ্ছি ২ ওয়ানডের সঙ্গে ২টি টি২০ খেলতে। এটা আরেকবার নিজেদের মধ্যে আলোচনা করেছি। কোনটা আমাদের জন্য বেশি ভাল হয়। সেভাবেই এগোচ্ছি। ভবিষ্যত পরিকল্পনা বলতে ‘এ’ দলটাকে নিয়ে। ‘এ’ দলটাকে নিয়ে আমরা পর্যায়ক্রমে কিভাবে আরও বেশি প্রোগ্রাম করতে পারি। কাদের আমরা আমন্ত্রণ জানাতে পারি। আমাদের কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো কিভাবে কনফার্ম করা যায়, সেগুলো আমরা আলাপ করেছি।’ ঘরোয়া ক্রিকেটের কী হবে? এ নিয়ে দুর্জয় জানান, ‘আমরা ঘরোয়া ক্রিকেটকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাচ্ছি। কোন কিছুতেই আমরা আমাদের যে ঘরোয়া প্রোগ্রাম এটাকে সরিয়ে রেখে কোনকিছু করব না। এমনকি জাতীয় দলের কোন ব্যস্ততা থাকলে তারা তাদের মতো করে খেলা চালাবে। আর সূচীতে কোন ব্যস্ততা না থাকলে তারা ঘরোয়া ক্রিকেটে অংশ নেবে। অবশ্য যদি বেশি চাপ হলে তখন পলিসিগত সিদ্ধান্ত নেয়া হবে। আমরা চাচ্ছি আমাদের ঘরোয়া ক্রিকেট আমাদের সিডিউল অনুযায়ী চলবে।’ ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেবেন এটা প্রতিবছর শোনা যায়, কিন্তু শেষ পর্যন্ত হয় না? দুর্জয় বলেন, ‘আমরা বোর্ডে অনেকে ক্লাবকে প্রতিনিধিত্ব করি। কেউ বিভাগকে প্রতিনিধিত্ব করি, এখন বিভাগগুলোতে জাতীয় লিগ হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিসিএল হচ্ছে, আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি। এভাবে আর বেশিদিন আমাদের পক্ষে চলা সম্ভব নয়। সেটা আসলে বাস্তবিকভাবে আর সম্ভব নয়। জাতীয় দলকে জাতীয় দলের ব্যস্ততায় থাকতে দিতে হবে। একই সঙ্গে আমাদের ঘরোয়া ক্রিকেট করতে হবে। এতে ক্লাবগুলো নতুন খেলোয়াড় তৈরি করার সুযোগ পাবে। ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে আগামী সপ্তাহে বসব আমরা।’ বিপিএলের কী অবস্থা? দুর্জয় কিছু সমস্যার কথাও তুলে ধরলেন, ‘এটা অনেকদূর এগিয়েছে। বেশিরভাগ কাজই শেষ। কিছু কিছু জায়গায় একটু কনফিউশন আছে। ফ্র্যাঞ্চাইজি বলছে একরকম, আবার খেলোয়াড়রা বলছে অন্যরকম। ৩-৪টি ইস্যুতে মিলাতে পারিনি আমরা। সেটাও হয়ে যাবে।’ স্থায়ী টিম অপারেশন্স নিয়োগের ব্যাপারেও জানালেন দুর্জয়, ‘আরও একটা সিদ্ধান্ত হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা একজন টিম অপারেশন ম্যানেজার নিয়োগ দেব। আমাদের পলিসির মাধ্যমেই সবকিছু হবে। বোর্ডের কেউ একজনই থাকবে এটা নয়। এটা নিয়ে আলাপ হয়নি। প্রফেশনাল হবে।’ ‘এ’ দলের বিশদ পরিকল্পনা নিয়ে দুর্জয় জানান, ‘এখন পর্যন্ত আমাদের একটা কনফার্ম ট্যুর আছে ‘এ’ দলের সঙ্গে। আমরা চেষ্টা করব দক্ষিণ আফ্রিকাকে যোগ করতে। কিছু আয়োজন করা যায় না। সব সময় তো মেইল কিংবা ফোনে সম্ভব হয় না। আমরা সরাসরি গিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পার্শ¦বর্তী দেশ শ্রীলঙ্কা, ভারত তাদের আমরা গুরুত্ব দিচ্ছি। তাদের সঙ্গে আমরা কথা বলে ট্যুর আয়োজন করছি। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ফাইনাল হয়ে গেছে। টাইমটা নিয়ে এখনও আলাপ করা হয়নি। জিম্বাবুয়ের সঙ্গে অক্টোবরে সিরিজ হবে।’
×