ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তানুইর চ্যালেঞ্জে জিতলেন ফারাহ

প্রকাশিত: ০৬:২৩, ৩১ মে ২০১৫

তানুইর চ্যালেঞ্জে জিতলেন ফারাহ

স্পোর্টস রিপোর্টার ॥ ইউজিন ডায়মন্ড লীগের দিকে বিশেষ নজর ছিল এ্যাথলেটিক্স বিশ্বের। কারণ দূরপাল্লার দৌড়ে বর্তমান বিশ্বের সম্রাট হয়ে ওঠা ব্রিটিশ তারকা মোহাম্মদ ফারাহকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কেনিয়ার পল তানুই। কিন্তু শেষ পর্যন্ত অনেকখানিই পিছিয়ে থেকেছেন এ কেনিয়ান দৌড়বিদ। যুক্তরাষ্ট্রের ইউজিনে ১০ হাজার মিটারে ফারাহ জিতেছেন ২৬ মিনিট ৫০.৯৭ সেকেন্ড সময় নিয়ে। আর তানুই সময় নেন ২৬ মিনিট ৫১.৮৬ সেকেন্ড। ৫ হাজার ও ১০ হাজার মিটারে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন ফারাহ। তবে ২০১১ সালে বিশ্বআসরে ৫ হাজার মিটারে স্বর্ণ জিতলেও শেষ পর্যন্ত ১০ হাজার মিটারে তা পারেননি। রৌপ্য জিতেছিলেন। তখন থেকেই এ দুটি ইভেন্টে টানা জয়ের মধ্যেই আছেন ফারাহ। কিন্তু তানুই এবার হুঙ্কার দিয়েছিলেন ফারাহকে হারিয়ে দেয়ার। এছাড়া তানুইয়ের লক্ষ্য ছিল ২৬.৩০ মিনিট টাইমিং করে রেকর্ড গড়ার। দুটির কোনটাই পারেননি তিনি। কারণ হতাশাজনকভাবে শুরু করেছেন তিনি। আর সেটাই তাঁকে পিছিয়ে দিয়েছে। তবে জেতার পরও ৩২ বছর বয়সী ফারাহ সন্তুষ্ট হতে পারেননি। কারণ ব্যক্তিগত সেরা টাইমিং থেকে চার সেকেন্ডেরও বেশি সময় নিয়েছেন এদিন। এ বিষয়ে ফারাহ বলেন, ‘আমি এর চেয়ে কিছুটা বেশি দ্রুত দৌড়ানোর মতো ভাল হতেই পারতাম। অনুশীলন খুব ভাল চলছে। বেশকিছু দারুণ সেশন কাটিয়েছি। আমার লক্ষ্য আরও কিছুটা দ্রুত দৌড়ানো।’ তানুই দ্বিতীয় এবং তার স্বদেশী কেনিয়ান জিওফ্রে ক্যামওরোর ২৬ মিনিট ৫২.৬৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। তিনজনই চলতি বছরের সেরা টাইমিং গড়েছেন। গত ১৬ মে তানুই ২৭ মিনিট ৮.২১ সেকেন্ড সময় নিয়ে বছরের সেরা টাইমিং গড়েছিলেন। শনিবার বছরের ১৪ ডায়মন্ড লীগ মিটের তৃতীয়টিতে যখন স্প্রিন্টাররা প্রস্তুত হচ্ছিলেন দৌড়ের জন্য, তখন সবার মনোযোগ ছিল দূরপাল্লার দৌড়বিদদের দিকেই। শুক্রবার রাতে এ কারণে বেশ মনোযোগ ছিল সবারই ১০ হাজার মিটার প্রতিযোগিতার প্রতি। আগামী আগস্টে বেজিংয়ে পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়নশিপস। এর আগে দৌড়বিদরা নিজেদের ভালভাবে প্রস্তুত করার লড়াইয়ে নেমেছেন। ফারাহর জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেখানে। গতবার লন্ডন অলিম্পিকে (২০১২) ও বিশ্ব আসরে (২০১৩) ডাবল জিতেছিলেন। এবার সেটা ধরে রাখার চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ জিততে পারবেন কিনা সে বিষয়ে এখনও কিছু বলার সময় আসেনি বলে দাবি করেন ফারাহ।
×